Hooghly: বিস্কুটের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

Hooghly: পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে সেখান থেকে সাইকেল করে অভিযুক্ত কানাইপুর পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে নপাড়ায় যায়। পথে একটি বিস্কুটের দোকান থেকে নাবালিকাকে বিস্কুট কিনে দেয়।

Hooghly: বিস্কুটের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ করে খুন, গ্রেফতার অভিযুক্ত
প্রতীকী ছবি

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 10, 2025 | 5:28 PM

কোন্নগর: বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে নির্যাতনের অভিযোগ। বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে ধর্ষণ। পরবর্তীতে তাঁকে খুনের অভিযোগ। ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার পুলিশের। গত ২রা জুন শ্রীরামপুর পকসো আদালতে পেশ করে দশ দিনের পুলিশ হেফাজত নেয় অভিযুক্তকে। আজ তাকে নিয়ে কানাইপুরে যায় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে সেখান থেকে সাইকেল করে অভিযুক্ত কানাইপুর পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে নপাড়ায় যায়। পথে একটি বিস্কুটের দোকান থেকে নাবালিকাকে বিস্কুট কিনে দেয়। তারপর বাঁশ বাগানের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ। পরবর্তীতে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। এরপর পুলিশ স্নিফার ডগ নিয়ে এসে তল্লাশি চালায় এলাকায়।মৃতদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা পর ডানকুনির খরিয়াল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুন ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

নাবালিকার পরিবার এলাকাবাসী সকলেই অভিযুক্তর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।নাবালিকার পরিবারের পক্ষে শ্রীরামপুর আদালতে সওয়াল করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর পরই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,কল্যাণ বন্দ্যোপাধ্যায়,পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জেলা সিপিআইএম নেতৃত্বরা। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ও নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে এই ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

আজ উত্তরপাড়া থানার পুলিশ অসীম মজুমদারকে নিয়ে ঘটনাস্থলে যায়। কীভাবে অভিযুক্ত নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন, তারপর সাইকেলে চাপিয়ে কোন দোকান থেকে বিস্কুট কিনেছিলেন, সবটাই পুলিশকে দেখান তিনি। নাবালিকার বাড়ি থেকে শুরু করে গোটা রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

মৃত নাবালিকার দেহের ময়না তদন্ত হয়েছে কলকাতা মেডিকেল কলেজে। আগামী ১২ জুন শ্রীরামপুর পকসো আদালতে পেশ করা হবে অভিযুক্তকে। তার আগে পুলিশ তার বিরুদ্ধে আরও তথ্য প্রমাণ জোগাড় করছে।