Hooghly: চলন্ত ট্রেন থেকে থুতু ফেলতে গিয়ে পোস্টে ধাক্কা, গুরুতর আহত যাত্রী

Hooghly: তিন দিন আগে মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসে। এক পরিচিতর সঙ্গে বীরশিবপুরে রাজমিস্ত্রির কাজ করেন। ওই ট্রেনেই উত্তরপাড়া থেকে চুঁচুড়ায় নিজের বাড়ি ফিরছিলেন সায়ন্তন। জানা যাচ্ছে, সেজাবুক থুতু ফেলতে গিয়েই আহত হন।

Hooghly: চলন্ত ট্রেন থেকে থুতু ফেলতে গিয়ে পোস্টে ধাক্কা, গুরুতর আহত যাত্রী
আহত যাত্রীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 12, 2025 | 12:10 AM

হুগলি: ট্রেনের গেট থেকে মুখ বের করে থুতু ফেলতে গিয়ে সিগন্যাল পোস্টে ধাক্কা খেয়ে ট্রেনের ভিতরেই ছিটকে পড়েন এক যাত্রী। ঘটনাটি ঘটেছে চন্দননগরে।
মাথা ফেটে ট্রেনের মধ্যেই অচৈতন্য হয়ে পড়েন ওই যাত্রী। জানা গিয়েছে, ওই যাত্রীর নাম সেজাবুক রহমান। মুর্শিদাবাদের নবগ্রাম থানার মহুরুল অনন্তপুরে বাড়ি।

জানা গিয়েছে, তিন দিন আগে মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসে। এক পরিচিতর সঙ্গে বীরশিবপুরে রাজমিস্ত্রির কাজ করেন। ওই ট্রেনেই উত্তরপাড়া থেকে চুঁচুড়ায় নিজের বাড়ি ফিরছিলেন সায়ন্তন। জানা যাচ্ছে, সেজাবুক থুতু ফেলতে গিয়েই আহত হন।

ওই যাত্রীকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত যাত্রীর মাথায় সাতটি সেলাই পড়েছে। জানা গিয়েছে, আহত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।