Hooghly: একটু বৃষ্টিতেই জমে জল, গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ স্থানীয়দের

Hooghly:পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে শুরু হয় বিক্ষোভ। প্রতিশ্রুতি সার বলে দাবি বাসিন্দাদের। তবুও নাকি জল যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি। সকালের এক পশলা ভারী বৃষ্টিতে জলমগ্ন চুঁচুড়া থানার ব্যান্ডেলের নলডাঙায়।

Hooghly: একটু বৃষ্টিতেই জমে জল, গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ স্থানীয়দের
প্রতিবাদ-বিক্ষোভImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 28, 2025 | 4:30 PM

হুগলি: জল ঢুকেছে বাড়িতে। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। সেই কারণে জিটি রোড অবরোধ ব্যান্ডেল নলডাঙায়। অবরোধ সরাতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে শুরু হয় বিক্ষোভ। প্রতিশ্রুতি সার বলে দাবি বাসিন্দাদের। তবুও নাকি জল যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি। সকালের এক পশলা ভারী বৃষ্টিতে জলমগ্ন চুঁচুড়া থানার ব্যান্ডেলের নলডাঙায়।

এলাকাবাসীর অভিযোগ, নলডাঙা বিদ্যামন্দির স্কুল, ব্যান্ডেল ইএসআই হাসপাতালের পিছন দিকে রাস্তায় জল। বাড়িতে জল। প্রায় দু’হাজার বাসিন্দা এই জল যন্ত্রণার শিকার। তাঁদের দাবি, জনসংযোগ যাত্রায় বেরিয়ে আগে বিধায়ক অসিত মজুমদার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিকাশি ঠিক করার। কিন্তু কোনও কাজ হয়নি অভিযোগ বাসিন্দাদের।এরপর নলডাঙা জিটি রোডে বেঞ্চ পেতে বসে পড়ে অবরোধ শুরু করেন বাসিন্দারা। আসে চুঁচুড়া থানা ও ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ। এটা বহু বছর ধরে হচ্ছে। বিশ্বায়নী সাহা বলেন, “একটু বৃষ্টিতে জল হয়। প্রত্যেক বছরের সমস্যা। আসলে গঙ্গার সঙ্গে এটা কানেকটেড। সেই কারণে জোয়ার এলেই জল ভরে যায়।”