Arambagh: রাস্তার দাবি, বিডিও অফিসের মেইন সুইচ বন্ধ করে আধিকারিকদের আটকে বিক্ষোভ

Hooghly: একদিকে যখন গ্রামবাসীরা পঞ্চায়েত অফিস ঘেরাও করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ঠিক অন্যদিকে আরেক দল গ্রামবাসী বিডিও অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন। গোঘাট ২ নম্বর বিডিও অফিসের ঘটনা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলছে।

Arambagh: রাস্তার দাবি, বিডিও অফিসের মেইন সুইচ বন্ধ করে আধিকারিকদের আটকে বিক্ষোভ
অন্ধকার ঘরে বসে আধিকারিকরা!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 09, 2025 | 5:52 PM

হুগলি: পঞ্চায়েত সমিতির অন্ধকার ঘরে বসে তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতি ও ২ নং বিডিও অফিস ইলেকট্রিকের মেন সুইচ নামিয়ে দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামে রাস্তার দাবিতে বিডিও অফিসে ইলেকট্রিক লাইনের মেন সুইচ অফ করে দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। বিডিও অফিসের ভেতর গ্রামবাসীরা অন্ধকার করে দিয়ে ভেতরে ঢুকে আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ চলছে।

একদিকে যখন গ্রামবাসীরা পঞ্চায়েত অফিস ঘেরাও করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ঠিক অন্যদিকে আরেক দল গ্রামবাসী বিডিও অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন। গোঘাট ২ নম্বর বিডিও অফিসের ঘটনা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলছে। গ্রামবাসীদের দাবি, মান্দারণ গ্রাম পঞ্চায়েতের লালুকা গ্রামের রাস্তায় হেঁটে ও চলাচল করা যাচ্ছে না। চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রোগী থেকে মৃতদেহ কাঁধে করে গ্রাম থেকে বার করে আনতে হচ্ছে এমনটাই অভিযোগ।

বারবার প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কোনও কাজ হয়নি। গ্রামে অ্যাম্বুলেন্স তো দূর অস্থ, শববাহী গাড়িও ঢুকছে না গ্রামের ভিতরে। যতক্ষণ না রাস্তার কাজ শুরু হয় ততক্ষণই বিডিও অফিস ঘেরাও থাকবে এমনটাই দাবি করছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের চাপে পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্ধকারে অফিসে বসে আছেন। এখনও পর্যন্ত পঞ্চায়েতের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।