
হুগলি: তালাবন্ধ স্কুলের ক্লাস রুমের ভেতর কীসের আওয়াজ? ক্যামেরা নিয়ে ঢুকতেই মুখ লুকিয়ে চম্পট দিল স্কুল ছুট পড়ুয়ারা! পড়ুয়ারা বলা অবশ্য ভুল, কারণ তারা স্কুল ছুট হয়েছে অনেক আগেই!
পঞ্চম শ্রেণির ক্লাসরুমের তালা খোলা, ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস-সহ আরও কত কী! গোঘাটের পান্ডুগ্রাম বেনেপুকুর শিবতলা উচ্চ প্রাথমিক বিদ্যালয় ভবনের অবস্থা ভয়ঙ্কর! এক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে সেই স্কুল। শিক্ষকের অভাবে ধুঁকছিল সে স্কুল, তারপর শেষমেশ বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।
সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া স্কুলটির দুয়ারে জঞ্জালে স্তূপ, পাশাপাশি বাড়ির জ্বালানির স্তূপ জমা করে রাখা রয়েছে। আর যেখানে ছাত্র নেই, সেখানে স্কুলের উঠানে বাঁধা থাকে গরু, ছাগল চড়ছে স্কুলের সামনে। আর স্কুল চত্বর জুড়ে নেশাখোরদের বর্জ্য সামগ্রী।
যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের শাসকদলের প্রধান বিষয়টি জানেন বলে জানিয়েছেন। তবে এলাকার মানুষজন বলছেন, শিক্ষক নিয়োগ না হওয়ার জন্যই স্কুলটি বন্ধ হয়ে গিয়েছে।
গ্রামের প্রধান বলেন, “এই স্কুলটি মূলত বন্ধ হয়ে গিয়েছে শিক্ষকের অভাবেই। একজন মাত্র শিক্ষক ছিলেন। আমাদের পাড়ার কয়েকজন বেকার ছেলে স্কুলে পড়াচ্ছিল। কিন্তু তারপর যে শিক্ষক ছিলেন, তিনিও অবসর নেন। স্কুলটি বন্ধ হয়ে যায়। ছাত্রছাত্রীদের দূরে অন্য স্কুলে স্থানান্তরিত করা হয়।”
গ্রামের স্থানীয় এক বাসিন্দা বলেন, “সরকারের কাছে একটাই অনুরোধ, এই স্কুলটা আবার খোলা হোক। কারণ আমাদের এই এলাকায় অত্যন্ত গরিব মানুষের বাস। তাদের পক্ষে ছেলেমেয়েদের পড়াশোনা করানোটাই বড় ব্যাপার। প্রাইভেট স্কুলে ভর্তি করানোর মতো আর্থিক অবস্থা নেই।”