Hooghly: স্কুলের পিছনে এসে দাঁড়িয়ে গেল স্নিফার ডগ, হুগলিতে নাবালিকা নিখোঁজে চাঞ্চল্যকর তথ্য

Hooghly: এই ঘটনায় অসীম মজুমদার নামে এলাকারই এক যুবকের নাম উঠে এসেছে। জানা গিয়েছে, ওই যুবক এলাকার বাসিন্দা। নিখোঁজ হওয়ায় দিন, বাড়ি থেকে নাবালিকাকে ডেকে নিয়ে গিয়েছিল। স্নিফার ডগ নিয়ে অভিযুক্ত যুবকের বাড়িতে  তল্লাশি চালানো হয়।

Hooghly: স্কুলের পিছনে এসে দাঁড়িয়ে গেল স্নিফার ডগ, হুগলিতে নাবালিকা নিখোঁজে চাঞ্চল্যকর তথ্য
এলাকায় তল্লাশি চালাচ্ছে স্নিফার ডগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 29, 2025 | 12:15 PM

হগলি:  হুগলিতে নাবালিকা নিখোঁজের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ঘটনার তদন্তে স্নিফার ডগ। একটি স্কুলের পিছনে এসে দাঁড়িয়ে পড়ল স্নিফার ডগ।  সকাল থেকেই তৎপরতা পুলিশের। ডগ স্কোয়াড নিয়ে পুলিশ আধিকারিকরা এলাকায় শুরু করেছে তল্লাশি।চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, আইসি উত্তরপাড়া অমিতাভ সান্যাল-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা কানাইপুরে ঘটনাস্থলে রয়েছেন।

এই ঘটনায় অসীম মজুমদার নামে এলাকারই এক যুবকের নাম উঠে এসেছে। জানা গিয়েছে, ওই যুবক এলাকার বাসিন্দা। নিখোঁজ হওয়ায় দিন, বাড়ি থেকে নাবালিকাকে ডেকে নিয়ে গিয়েছিল। স্নিফার ডগ নিয়ে অভিযুক্ত যুবকের বাড়িতে  তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানো হয় নাবালিকার বাড়িতে।  কিন্তু স্নিফার ডগ কানাইপুর কলোনী হরিসভা শহিদ বেদী থেকে চলতে চলতে কন্যা বিদ্যাপীঠ স্কুলের পিছনে একটি পুকুরপাড়ে গিয়ে থমকে যায়।

মঙ্গলবার বিকাল চারটে থেকে নিখোঁজ রয়েছে কানাইপুরের বছর তেরোর বিশেষ চাহিদা সম্পন্ন এক কিশোরী। পড়শি যুবক অসীম মজুমদার তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, যেদিন থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল, সেই রাতেই অসীমকে চেপে ধরা হয়। মদ্যপ অবস্থায় অসীম একবার বলেই ফেলেছিলেন, তিনি নাবালিকাকে মেরে পুঁতে দিয়েছেন। তারপর থেকে ওই যুবকও বেপাত্তা রয়েছেন। কেন স্নিফার ডগ ওই এলাকাতেই এসে থেমে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।