Hooghly: ব্যস্ত রাস্তায় আচমকাই ধস, আতঙ্কে দোকানি পথচারীরা

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 18, 2023 | 5:09 PM

Hooghly: পরে জেসিবি মেশিন নিয়ে এসে ধসে যাওয়া রাস্তা খু্ঁড়ে বালি মাটি তুলে ফেলা হয় পুরসভার পক্ষ থেকে। মেরামতির কাজ শুরু করে পূর্ত দফতর। খবর পেয়ে ঘটনাস্থলে যান ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রিমা সরকার, পুরসভা পূর্ত দফতরের ওএসডি দুলাল পাল।

Hooghly: ব্যস্ত রাস্তায় আচমকাই ধস, আতঙ্কে দোকানি পথচারীরা
রাস্তায় ধস
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: চুঁচুড়া শহরের ব্যস্ত রাস্তায় ধস। বিশালক্ষ্মীতলা সায়রার মোড়ে বিপজ্জনক ধসে যান চলাচল ব্যহত। পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় ওই এলাকা। দুপুরে হঠাৎই ধস নামে পিপুলপাতি থেকে ইমামাবাড়া হাসপাতাল ও মল্লিক কাশিম হাট যাওয়ার রাস্তায়। যে কোনও সময়েই দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় চন্দননগর কমিশনারেটের চুঁচুড়া ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থল ব্যারিকেড করে ঘিরে রেখেছে।

পরে জেসিবি মেশিন নিয়ে এসে ধসে যাওয়া রাস্তা খু্ঁড়ে বালি মাটি তুলে ফেলা হয় পুরসভার পক্ষ থেকে। মেরামতির কাজ শুরু করে পূর্ত দফতর। খবর পেয়ে ঘটনাস্থলে যান ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রিমা সরকার, পুরসভা পূর্ত দফতরের ওএসডি দুলাল পাল। ওএসডি বলেন, “মাটির তলায় পাইপ লাইনে লিকেজ থেকে এই ঘটনা হতে পারে। মাটির নীচ দিয়ে সুয়ারেজের কাজ হয়েছে। আমরা কাজ শুরু করেছি।”

চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, “কেএমডি-এর কাজ হচ্ছে। মাটির নীচে কোনও সমস্যা আছে। পুরসভার ইঞ্জিনিয়াররা দেখছেন।”

কয়েক মাস আগে বিশালক্ষ্মী মন্দিরের সামনে একই রকম ধস নেমেছিল। বারবার ধস নামায় সমস্যায় পড়ছেন বাসিন্দা থেকে পথচারীরা। স্থানীয় ব্যবসায়ী সঞ্জয় শর্মা বলেন,
“ভয় করছে কোন দিন আমার দোকানটাই না ধসের কবলে পড়ে।”

Next Article