হুগলি: বাজার করতে গিয়ে কাটা পড়েন মা। রেললাইন পার হতে গিয়েছিলেন। কিন্তু ট্রেনের ধাক্কায় শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। পড়শিদের কাছ থেকেই খবর পেয়েছিলেন ছেলে। দৌড়ে চলে যান রেললাইনের ধারে। রক্ত মাখা মায়ের শরীরের ছিন্ন ভিন্ন অংশগুলো কুড়োতে থাকে। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান সকলেই।মায়ের দেহাংশ বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন ছেলে। শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। খবর দেওয়া হয় থানায়। ঘটনাটি ঘটেছে ডানকুনির ১০ নম্বর রেল গেট সংলগ্ন এলাকায়।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনি পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ডলি ঘোষ সকালে বাজার করতে যান। ডানকুনির ১০ নং রেল গেট সংলগ্ন এলাকায় রেল লাইন পরপর করার সময় ট্রেনে কাটা পরেন। খবর পেয়ে দেহ উদ্ধারের কাজ শুরু করেছে রেল পুলিশ।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলা রেল লাইনে কাটা পড়ার পরই ঘটনাস্থলে যান তাঁর ছেলে সুখেন ঘোষ। মায়ের দেহাংশ বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা দেখেন রেল পুলিশ ও ডানকুনি থানার পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি ছেলে সুখেন ঘোষ মানসিক ভারসাম্যহীন। ডানকুনি থানার পুলিশ জানিয়েছে সুখেন ঘোষ মানসিক ভারসাম্যহীন। তাঁর কথাবার্তায় সেটা বোঝা যাচ্ছে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “ওর মা লাইন পার হতে গিয়ে, কাটা পড়েন। ছেলে কোনওভাবে খবর পেয়ে চলে আসে। ও মাথাটা কুড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু সবাইকে দেখতে পেয়ে আটকে দিয়ে জিআরপিকে খবর দেন।”