
চুঁচুড়া: ভরা দুপুর। দোতলার একটি ঘরে সেই সময় এসি চালিয়ে ঘুমোচ্ছিলেন বাড়ির কর্তা। আর তখনই যা হওয়ার হয়ে গেল। চুপি-চুপি ঘরে ঢুকল চোরের দল। একতলা পুরো ফাঁকা তো করলই। আলমারি থেকে যাবতীয় যা গয়না ছিল সব নিয়ে পগারপাড়। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ায়।
চুঁচুড়ার কোদালিয়া ২ পঞ্চায়েতের নলডাঙার পর চুরির ঘটনা ঘটেছে হুগলির চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের দু’নম্বর কাপাসডাঙা এলাকায়। জানা গিয়েছে,দু’নম্বর কাপাসডাঙার বাসিন্দা দেবাশীস ভট্টাচার্যের বাড়িতে চুরি হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রচণ্ড গরমের জন্য রাত্রিবেলা সকলে দোতলার একটি ঘরের মধ্যে এসি চালিয়ে ঘুমিয়ে ছিলেন। একতলা পুরো ফাঁকা ছিল। সেখানেই সমস্ত আলমারির ভিতরে গয়না রাখা ছিল। চোর কোথা দিয়ে এলো, কীভাবে আলমারি খুলল কিছুই বোঝা যাচ্ছে না বলে পরিবারে দাবি।
যদিও, তাঁদের সন্দেহ চোর ব্যালকনি রাস্তা দিয়েই এসেছে এবং সেখান থেকেই পালিয়েছে। প্রায় পাঁচ থেকে ছয় ভরি সোনা এবং নগদ ১৫ হাজার টাকা ছিল আলমারিতে। যার সমস্তটাই নিয়ে গিয়েছে চোরেরা। সাধারণত শোনা যায় পরিবারের সদস্যরা বাড়িতে না থাকলে চোর বাড়ির তালা ভেঙে চুরি করে। তবে এ ক্ষেত্রে মানুষ বাড়িতে থাকা অবস্থাতেই চুরি হয়ে যাচ্ছে বাড়ির সমস্ত কিছু। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পরিবারে।