Hooghly TMC BJP: ‘এমন মার মারব না, বিজেপি করা ভুলে যাবে’, মঞ্চ থেকে হুমকি দিয়ে বিতর্কে তৃণমূল নেতা

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 30, 2023 | 1:29 PM

Hooghly TMC BJP: পঞ্চায়েত নির্বাচনের এখনও কোনও নির্ঘণ্ট জারি হয়নি। তার আগেই এলাকা তপ্ত হচ্ছে হুমকি পাল্টা হুঁশিয়ারিতে।

Hooghly TMC BJP: এমন মার মারব না, বিজেপি করা ভুলে যাবে, মঞ্চ থেকে হুমকি দিয়ে বিতর্কে তৃণমূল নেতা
প্রতীকী ছবি।

Follow Us

হুগলি: প্রকাশ্য সভা থেকে  বিজেপিকে মারধোর করার হমকি। বিতর্কে তৃণমূল নেতা। অভিযোগ ঘিরে শোরগোল হুগলির পাণ্ডুয়ার। কালিয়াগঞ্জে পুলিশের ওপর হামলার প্রতিবাদে পাণ্ডুয়ায় এক প্রতিবাদ সভা করে তৃণমূল। সেখানে পাণ্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় ঘোষ বলেন,”বিজেপি বলছে তৃণমূল চোর। সব চেয়ে বড় চোর তো শুভেন্দু। যদি বড় চোর ধরা না পড়ে পান্ডুয়ায় বিজেপির কোনও অস্তিত্ব আমি রাখব না। বিজেপি দেখব, আর এমন মার মারব যে বিজেপি করা ভুলে যাবে।” তৃণমূল নেতার এই বক্তব্যকে বিজেপি বলছে এতো প্রকাশ্য সভা থেকে হুমকি! বিজেপি হুগলি জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, “তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনে নির্ভয়ে প্রার্থী দিতে পারবে। কোথাও বাধা দেওয়া যাবে না। আর তৃণমূলের নীচুতলার নেতা মারধোর করার হুমকি দিয়ে সন্ত্রাসের বাতাবরন তৈরি করতে চাইছেন।” তাঁর আরও বক্তব্য, আসলে দলের কোনো নিয়ন্ত্রণ নেই। এটাই তৃণমূলের আসল ছবি।
যদিও তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের দাবি, “আমি বারবার বলেছি পান্ডুয়ায় বিজেপি সিপিএম বলে কিছু নেই। সিপিএম ৩৪ বছর সরকারে ছিল,২৪ বছর তৃণমূল বিরোধী দলে ছিল। কালিয়াগঞ্জে মত কোথাও কটা থানায় আগুন দেওয়া হয়েছে। কটা থানার অফিসারকে মারধর করা হয়েছে ইতিহাসে নেই।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকার পরেও কালিয়াগঞ্জে অফিসারদের মারধর করে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হল”

পাণ্ডুয়া ব্লকে ৯০ শতাংশ প্রার্থী দিতে পারবে না সিপিএম বিজেপি কংগ্রেস মিলে। দাবি করেছেন। পঞ্চায়েত নির্বাচনের এখনও কোনও নির্ঘণ্ট জারি হয়নি। তার আগেই এলাকা তপ্ত হচ্ছে হুমকি পাল্টা হুঁশিয়ারিতে।

Next Article