Hooghly: TMC নেতার মাথায় গুলি করে খুন, দোষী সাব্যস্ত ১৯ জন

Hooghly: ২৭ জনের নামে গোঘাট থানায় অভিযোগ করেন নইমুদ্দিনের স্ত্রী। আরামবাগ মহকুমা আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর সোমবার ১৯ জনকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নিয়েছে আদালত। অন্যদিকে ৭ জনকে বেকসুর খালাস করেছে আরামবাগ মহকুমা আদালত।

Hooghly: TMC নেতার মাথায় গুলি করে খুন, দোষী সাব্যস্ত ১৯ জন
আরামবাগ আদালতImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 23, 2025 | 5:45 PM

হুগলি: তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ১৯ জন। অভিযোগ থেকে মুক্ত গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, সিপিআইএম নেতা দেবু চট্টোপাধ্যায়, ভাস্কর রায়-সহ ৭ জন। ২০১১ সালে গোঘাটের শ্যাওড়া ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতির ভোটের মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূল নেতা শেখ নইমুদ্দিনকে মাথায় গুলি করে খুন করা হয়।

২৭ জনের নামে গোঘাট থানায় অভিযোগ করেন নইমুদ্দিনের স্ত্রী। আরামবাগ মহকুমা আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়া চলার পর সোমবার ১৯ জনকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নিয়েছে আদালত। অন্যদিকে ৭ জনকে বেকসুর খালাস করেছে আরামবাগ মহকুমা আদালত।

তৃণমূল কর্মী খুনে তৎকালীন গোঘাটের ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারক, তৎকালীন সিপিএমের হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ভাস্কর রায় ও দেবু চট্টোপাধ্যায় মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। মঙ্গলবার আরামবাগ মহকুমা আদালতে IPC ৩০২ ও ১৪৯ ধারায় সাজা ঘোষণা হবে।