Hooghly: শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেত্রীর ছেলে, তুঙ্গে তরজা

ওই শিশুকন্যা অভিযুক্তের প্রতিবেশীর মেয়ে। অভিযোগ, ঘটনার দিন ওই শিশুকন্যাকে বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। প্রতিবেশী হওয়ায় পরিবারের সদস্যরাও বিশেষ কিছু ভাবেননি, মেয়েকে ছেড়ে দিয়েছিলেন। অভিযোগ, তারপর তাকে নিগ্রহ করে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়ভাবে মেটানোর চেষ্টা করা হয়। 

Hooghly: শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেত্রীর ছেলে, তুঙ্গে তরজা
গ্রেফতার তৃণমূল নেত্রীর ছেলেImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 25, 2026 | 6:54 PM

হুগলি: প্রতিবেশীর শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার তৃণমূল নেত্রীর ছেলে। হুগলির চণ্ডীতলার এই ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্ত যুবকের মা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য। এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়।

ওই শিশুকন্যা অভিযুক্তের প্রতিবেশীর মেয়ে। অভিযোগ, ঘটনার দিন ওই শিশুকন্যাকে বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। প্রতিবেশী হওয়ায় পরিবারের সদস্যরাও বিশেষ কিছু ভাবেননি, মেয়েকে ছেড়ে দিয়েছিলেন। অভিযোগ, তারপর তাকে নিগ্রহ করে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়ভাবে মেটানোর চেষ্টা করা হয়।  পরে শিশুটির পরিবার থানায় অভিযোগ করতে চায়। তখন স্থানীয় বাসিন্দারাও নিগৃহীতার পরিবারের পাশে এসে দাঁড়ায়।

এরপর শনিবার চণ্ডীতলায় থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির মা। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। রবিবার তাঁকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। অভিযুক্ত যুবকের মা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন।

বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক পিন্টু বেরা বলেন, “তৃণমূলের এটাই সংস্কৃতি। নিজেরাই নিজেদের সমর্থক পরিবারের উপর অত্যাচার করছে। তৃণমূলের পরিবারের ছেলে মেয়েরা সুরক্ষিত কিনা সেটাই আমাদের ভয়। বিজেপির কোন ভয় নেই।”
হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায় বলেন,
“এটাইতো গণতন্ত্র।অভিযোগ হওয়ার পরই পুলিশ গ্রেফতার করেছে। সেখানে কোন রং দেখেনি। যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা তৃণমূল কংগ্রেস বাড়ির সমর্থক।পুলিশ নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছে।”