Hooghly: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্বামী খুন করেই জঙ্গলে ফেলেছিল স্ত্রী! কিনারা করল পুলিশ

Hooghly: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হন বরুণ দাস ওরফে পচা। গোঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পরেই তদন্ত শুরু করে। মোবাইল ফোনের সূত্র ধরে বরুণের স্ত্রী মিতা দাস ও তাঁর প্রেমিক তন্ময় দাসকে সোমবার গোঘাটের লয়লা থেকে গ্রেফতার করে।

Hooghly: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্বামী খুন করেই জঙ্গলে ফেলেছিল স্ত্রী! কিনারা করল পুলিশ
দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 08, 2025 | 5:52 PM

হুগলি: পুকুর পাড়ের জঙ্গল থেকে পচাগলা দেহ উদ্ধারের কিনারা করল পুলিশ। ঘটনাটি ঘটেছে গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের রাজগ্রামে। এই ঘটনায় দুই দিনের মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করে গোঘাট থানায় সাংবাদিক সম্মেলন করেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী।

পুলিশ সূত্রে দাবি,  স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হন বরুণ দাস ওরফে পচা। গোঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পরেই তদন্ত শুরু করে। মোবাইল ফোনের সূত্র ধরে বরুণের স্ত্রী মিতা দাস ও তাঁর প্রেমিক তন্ময় দাসকে সোমবার গোঘাটের লয়লা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার অভিযুক্তদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

উল্লেখ্য, গত ৬ জুলাই সাতসকালে পুকুরের পাড়ে জঙ্গলে পচা গলা দেহ দেখে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। স্থানীয় বাসিন্দাদের অনুমান, বরুণ দাসকে খুন করে জঙ্গলের মধ্যে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। গোঘাট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়। ৬ তারিখ সাতসকালে মৃতদেহ উদ্ধারের পরেই ঘটনার তদন্ত শুরু করে গোঘাট থানার পুলিশ।