Hooghly: মদ্যপ স্বামীর অত্যাচারের বদলা, খুন করে নলকূপে ভরে দিলেন স্ত্রী

Hooghly: জাঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জানান,  চণ্ডীতলার যুবক বছর ছত্রিশের রবীন রুই দাস নিখোঁজের অভিযোগ হয় ১৩মে। এরপর গত ২২শে জুন রবীন রুইদাসের দাদা বাবলু রুইদাস জাঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন যে, রবীন রুই দাসকে তাঁর স্ত্রী খুন করে কোথাও ফেলে দিয়েছেন।

Hooghly: মদ্যপ স্বামীর অত্যাচারের বদলা, খুন করে নলকূপে ভরে দিলেন স্ত্রী
যে এলাকা থেকে দেহ উদ্ধার হয় Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 23, 2025 | 3:07 PM

হুগলি: মদ্যপ অবস্থায় স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার করতেন স্বামী। সেই কারণেই তাঁকে দড়ি দিয়ে শ্বাসরোধ খুন করা হয়েছে। এবং বোনের স্বামীর টোটো করে নিয়ে গিয়ে নলকূপের মধ্যে ফেলে রেখে আসেন দেহ। জাঙ্গিপাড়ায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে।

জাঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জানান,  চণ্ডীতলার যুবক বছর ছত্রিশের রবীন রুই দাস নিখোঁজের অভিযোগ হয় ১৩মে। এরপর গত ২২শে জুন রবীন রুইদাসের দাদা বাবলু রুইদাস জাঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন যে, রবীন রুই দাসকে তাঁর স্ত্রী খুন করে কোথাও ফেলে দিয়েছেন। অভিযোগে ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপর ২২তারিখ খুনের ঘটনার কথা স্বীকার করেন অভিযুক্তরা। তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় ধৃতরা স্বীকার করেছে, রবিবার গভীর রাতে নলকূপের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। পুলিশ আধিকারিক আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। পাশাপাশি মৃতদেহের ফরেনসিক পরীক্ষা এবং তার পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষাও করা হবে।