Hooghly: বিনা মেঘে বজ্রপাত! সত্যিই-সত্যিই মুখে কথা ফলে গেল হুগলিতে, খেসারত দিলেন মহিলা
Hooghly: আজ শেফালীদেবী মাঠে ছাগল চড়াতে গিয়েছিলেন। এরপর হঠাৎ করেই বাজ পড়ে মহিলার গায়ে। দাউ-দাউ আগুনে জ্বলে ওঠেন তিনি। ঝলসে যায় তাঁর সারা শরীর। দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

পুড়শুড়া: কথায়-কথায় অনেক সময়ই ব্যবহার করা হয় ‘বিনা মেঘে বজ্রপাত’। ঠিক সেই ঘটনাই ঘটল হুগলির পুড়শুড়ায়। আকাশে মেঘ না থাকা সত্বেও আচমকা বজ্রপাত। আর তার জেরে মাঠের মাঝে কাজ করা এক মহিলার মৃত্যু। মৃত গৃহবধূর নাম শেফালী সাঁতরা (৪৬)।
আজ শেফালীদেবী মাঠে ছাগল চড়াতে গিয়েছিলেন। এরপর হঠাৎ করেই বাজ পড়ে মহিলার গায়ে। দাউ-দাউ আগুনে জ্বলে ওঠেন তিনি। ঝলসে যায় তাঁর সারা শরীর। দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা এগিয়ে এসে আগুন নেভায়। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশ। গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গোটা ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে এদিনের হঠাৎ করে বজ্রপাতের ঘটনায় হতবাক এলাকাবাসী।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “মাঠে সকলে কাজ করছিলেন। অনেকে ছিলেন দূরে দূরে। পরিষ্কার একদম ঝকঝকে আকাশ ছিল। জানি না কখন বাজ পড়ল। আর পড়ল তো পড়ল ওঁর গায়ে গিয়ে। আমরা সঙ্গে সঙ্গে ওকে উদ্ধার করি। পুলিশ আসে। তবে বাঁচানো যায়নি।”





