Hooghly: মাঠে গরু চড়াতে গিয়েছিলেন, বাজ পড়ে মৃত্যু মহিলার

Hooghly: রবিবার বিকাল চারটের কিছু পর  থেকেই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয়। তখনই ঘন ঘন বাজ পড়তে থাকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পুষ্প রাস্তার ধারে গাছ তলায় দাঁড়িয়ে ছিলেন, তখন বাজ পড়ে।

Hooghly: মাঠে গরু চড়াতে গিয়েছিলেন, বাজ পড়ে মৃত্যু মহিলার
বাজ পড়ে মৃত্যুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 13, 2025 | 7:29 PM

হুগলি: মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। তখনও বৃষ্টি শুরু হয়নি। আচমকাই বিকাল ঘনিয়ে সন্ধ্যা নামার আগেই ঝড়বৃষ্টি শুরু হয়। আচমকাই বজ্রপাত! মাঠেই ঝলসে যান মহিলা। রবিবার বিকালে মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে আসার পথে বজ্রপাতে মৃত্যু হল মহিলার। মৃত ওই মহিলার নাম পুষ্প সাঁতরা (৬৭)। বাড়ি গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রামে।

রবিবার বিকাল চারটের কিছু পর  থেকেই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয়। তখনই ঘন ঘন বাজ পড়তে থাকে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পুষ্প রাস্তার ধারে গাছ তলায় দাঁড়িয়ে ছিলেন, তখন বাজ পড়ে। ঝলসে যায় তাঁর শরীর। স্থানীয় বাসিন্দারাই কিছুক্ষণ পরে পুষ্পকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

পুষ্পাকে পরে গ্রামীণ চিকিৎসালয়ে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  পরবর্তীতেই গোঘাট গ্রামীণ হাসপাতালে দেহ নিয়ে যাওয়া হয়। মাঠে আরও ১ জন বাজ পড়ে অসুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে।  তিনি হাসপাতালে চিকিৎসাধীন।