হুগলি: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠল। শনিবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই একটি মিছিল থেকে শ্রীরামপুরের সাংসদের গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে বামেরা। শনিবার সন্ধ্যায় ফুরফুরা শরিফে যাচ্ছিলেন কল্যাণ। অভিযোগ, পথে চণ্ডীতলার মশাট বাজারে আটকে পড়ে তৃণমূল সাংসদের গাড়ি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সেই সময় ডিওয়াইএফআইয়ের একটি মিছিল যাচ্ছিল। সেই কারণেই গাড়িটি দাঁড় করাতে হয়। এরপরই সেই মিছিল থেকেই লোকজন তাঁর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁর গাড়িতে ধাক্কা মারা হয়।
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিকেলবেলায় আমি যাচ্ছিলাম। এমনি সবাইকে হাত নাড়তে নাড়তে গেছি আমি। উল্টোদিক থেকে ডিওয়াইএফআইয়ের মিছিল আসছিল। হঠাৎ ওই মিছিল থেকে গাড়িতে দুমদাম ধাক্কা মারতে আরম্ভ করে দিল। এ ধরনের বিশৃঙ্খলা কেন হবে? সিপিএম কি চাইছে রাজনৈতিক ফয়দা তুলতে? আনিসের মৃত্যু হয়েছে। আমরা সকলে দুঃখিত। কিন্তু তার জন্য আদালতে গিয়েছে। আদালত একটা নির্দেশ দিয়েছে। সেইমত তদন্ত হবে। তাতে যে দোষী সে সাজা পাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও তো বলেছেন যে কেউ দোষী হলে শাস্তি দেওয়া হবে। কিন্তু গোটা পশ্চিমবাংলায় বিশৃঙ্খলা তৈরি করা হবে এটা মানা যায় না। অন্য রাজনৈতিক দলের লোক গেলে চড়াও হবে এটা তো চলতে পারে না। এর প্রতিবাদ করতে হবে।”
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রবিবার ভোট রয়েছে। এরপর তাঁরাও দেখবেন কীভাবে প্রতিবাদে নামা যায়। সিপিএমকে নিশানা করে কল্যাণ বলেন, “সিপিএমের ৩৪ বছরের গুন্ডাবাজি আমরা অনেক দেখেছি। ওদের গুন্ডামি রুখতে রুখতে আমরা এখানে এসেছি। আজ যদি সিপিএম মনে করে এই ঘটনাকে সামনে রেখে গুন্ডাবাজি করবে তার উত্তর আমরা রাজনৈতিকভাবে দেব।”
যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তুলে চণ্ডীতলা-১ সিপিএম এরিয়া কমিটির সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, সাংসদ সর্বৈব মিথ্যা কথা বলছেন। আনিসের মৃত্যুর প্রতিবাদে গোপালপুর বাজার থেকে মশাট বাজার পর্যন্ত মিছিল ছিল। শনিবার হাটের দিন, তাই মশাটে খুব ভিড় হয় মিছিলের জন্য। সেখানে কিছু গাড়ি আটকে পরে। সঞ্জয় ঘোষের কথায়, “খুব ভিড় ছিল আজ। শনিবার হাটের দিন। তবু আমাদের ছেলেরা অ্যাম্বুলেন্স ও অন্যান্য গাড়িকে সাইড দিয়ে বের করে দিচ্ছিল। কোথাও কোনও বিশৃঙ্খলা বা অভব্যতার কোনও প্রশ্নই নেই। কোথাও কোনও গাড়িতে হামলার প্রশ্নই নেই। আসলে গোটা রাজ্যজুড়ে যা চলছে তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এসব কথাবার্তা বলা হচ্ছে।”
আরও পড়ুন: Anis Khan Death: ওই রাতে আমতা থানায় কর্তব্যরত ওসি-সহ সব পুলিশকে জেরা ভবানী ভবনে
আরও পড়ুন: Anis Khan Death: বাম ছাত্র যুবদের মিছিল ঘিরে রণক্ষেত্র পাঁচলা! আটক মীনাক্ষি, রক্তাক্ত পুলিশ কর্মীও