হুগলি: ফের আয়কর হানা রাজ্যে। মঙ্গলবার ভোরে পোলবার মহানাদে এক মদের কারখানায় আয়কর দফতরের আধিকারিকরা হানা দেয়। মোট ৫টি গাড়িতে এদিন আধিকারিকরা এসে হাজির হন পোলবার এই কারখানায়। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় জওয়ানরা। এদিন সকালে কাজে যোগ দিতে এসে কর্মীরা দেখেন, কারখানার ভিতরে সিআরপিএফ জওয়ানরা দাঁড়িয়ে।
এখানে প্রচুর মহিলা, পুরুষ কাজ করেন। সকালে কাজে যোগ দিতে আসা এক মহিলা মঞ্জু বাউল দাস বলেন, “ভিতরে কী হচ্ছে জানি না। তবে বলল ভিতরে এখন ঢুকতে দেবে না। বলছে এখন ভিতরে গেলে বেরোনো যাবে না।” ওই মহিলাই জানান, রোজই সকাল সাড়ে ৮টা থেকে কাজে যোগ দিই। সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা অবধি কাজ চলে।
সূত্রের খবর, এই কোম্পানির বিরুদ্ধে আয়কর সংক্রান্ত অভিযোগ গিয়েছে তদন্তকারীদের কাছে। এরপরই এদিনের হানা। সূত্র মারফত জানা যাচ্ছে, কোম্পানির নানা খাতা, ব্যালান্স শিট খতিয়ে দেখছেন আয়কর দফতরের আধিকারিকরা। মূলত এই কারখানায় অ্যালকোহল বেসড নানা পণ্য তৈরি করা হয়। ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং-সমস্ত ইউনিটই এখানে বলেই এখনও অবধি খবর। আরও জানা যাচ্ছে, এই সংস্থার রেজিস্ট্রার্ড অফিস কয়েছে কলকাতায়। সল্টলেকেও একটি অফিস আছে বলে খবর। আইটি আধিকারিকরা সেখানেও খোঁজ খবর চালায়।