Indian Army: ‘গৌরবের মুণ্ডু চাই’, কাশ্মীরে কর্তব্যরত সেনা জওয়ানের ধনিয়াখালির বাড়িতে হাড়হিম করা পোস্টার, বুক কাঁপছে পরিবারের

Indian Army: সোমবার সেনা কর্মীর বাড়িতে গিয়েছিলেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। তাৎপর্যপূর্ণ বিষয়, উধমপুরে জঙ্গিদের গুলিতে শহিদ হওয়া ঝন্টু আলি শেখ যে স্পেশ্যাল ফোর্স ইউনিটের জওয়ান ছিলেন, ধনিয়াখালির এই সেনা-কর্মীও একই ইউনিটে কর্মরত।

Indian Army: গৌরবের মুণ্ডু চাই, কাশ্মীরে কর্তব্যরত সেনা জওয়ানের ধনিয়াখালির বাড়িতে হাড়হিম করা পোস্টার, বুক কাঁপছে পরিবারের
সেনার বাড়িতে হুমকি পোস্টারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 29, 2025 | 11:56 PM

ধনিয়াখালি: ধনিয়াখালিতে সেনা কর্মির বাড়িতে হুমকি পোস্টার। ‘মুণ্ডু চাই’ লিখে ফেলা হয়েছে এই পোস্টার। হুগলি গ্রামীণ থানায় অভিযোগ দায়ের করেছেন সেনা কর্মীর পরিবারের সদস্যরা। সোমবার সেনা কর্মীর বাড়িতে গিয়েছিলেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। তাৎপর্যপূর্ণ বিষয়, উধমপুরে জঙ্গিদের গুলিতে শহিদ হওয়া ঝন্টু আলি শেখ যে স্পেশ্যাল ফোর্স ইউনিটের জওয়ান ছিলেন, ধনিয়াখালির এই সেনা-কর্মীও একই ইউনিটে কর্মরত। কে বা কারা এই হুমকি পোস্টার দিয়েছে তা জানা যায়নি। সোমবার বিকালে ঘটনার তদন্তে আসে হুগলির গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

 

হুগলির ধনিয়াখালির বাসিন্দা গৌরব মুখোপাধ্যায়। বছর দু’য়েক আগে ভারতীয় সেনায় যোগ দেন। বর্তমানে জম্মু-কাশ্মীরে পোস্টিং রয়েছে তাঁর। সেনা কর্মীর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়িতে দু’টি পোস্টার মেরে দেওয়া হয়েছে। তাতে লেখা ছিল, ‘পাকিস্তান জিন্দাবাদ। গৌরবের মুণ্ডু চাই। ভারতকে বাঁচাতে পারবি না। বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়ব।

সোমবার রাতেও প্লাস্টিক মুড়িয়ে জানালা দিয়ে একই রকম পোস্টার ফেলা হয়। এরপরই আতঙ্কে সেনা-কর্মীর পরিবার।ধনিয়াখালি থানায় অভিযোগ জানিয়েছেন গৌরববাবুর বাবা। তিনি জানান, “পাশের বাড়ির সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, একটি স্কুটারে চেপে দু’জন এসেছে। মুখ ঢাকা ছিল তাঁদের।” পরিবারের দাবি, চিঠি দেখলেই বোঝা যাবে, কাঁচা হাতে আঁকাবাঁকা লেখা। বানান ভুলে ভরা।  এদিকে,বিধায়ক অসীমা পাত্র আজ ওই সেনা কর্মীর বাড়িতে যান।পরিবারের সঙ্গে কথা বলেন। কী উদ্দেশ্যে কারা করল তা খতিয়ে দেখছে পুলিশ।