আরামবাগ: এক আসনের জন্য হয়েছে ভোটে ব্যবহার করা হয়েছে অন্য ব্যালট। শুধু তাই নয়, ভুল ব্যালটেই ভোট নেওয়া ও গণনার অভিযোগ। আবার সেই ভুল ব্যালটেই হয়েছে জয় পরাজয় নির্ধারণ। আর এই নিয়ে জল গড়াল কলকাতা হাইকোর্টে। আরামবাগের মলয়পুরে ঘরছাড়া বিজেপি মহিলা প্রার্থী ও তাঁর পরিবার করলেন মামলা করলেন কোর্টে। গোটা ঘটনায় আরামবাগের বিডিও-কে তলব বিচারপতি অমৃতা সিনহার।
এই বছর আরামবাগের শ্রাবন্তী দোলুই গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রার্থী হয়েছিলেন। ভোটের ব্যালট ও গণনা নিয়ে কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন। আর তাই সপরিবারে ঘরছাড়া। ঘরে থাকলেও ভয়ংকর হুমকি দেওয়া হচ্ছে তাঁকে এমনই দাবি তাঁর।
জানা গিয়েছে শ্রাবন্তীদেবীর স্বামী সৌরভ ছোট কৃষক। কোনও রকমে তিনি সংসার চালান। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে করে বাড়িতে বসবাস করতে পারছেন না। এখানে সেখানে রাত কাটাচ্ছেন। অনিদ্রা ও অনাহারে তাদের কাটছে দিন। এমনকী দলের নেতৃত্বও কোন খোঁজ খবর পাচ্ছেন না অভিযোগ দম্পতীর।
বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজ্যোতি মণ্ডল বলেন, “ভোটের দিনে কারচুপি করা হয়। আমরা চাইছি পুনরায় ভোট হোক ওই বুথে। ফের গণনা হোক এই সেখানে।”
যদিও তৃণমূলের পক্ষ থেকে ঘটনার কথা অস্বীকার করেছেন আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি স্বপন নন্দী। তিনি বলেন,”ওখানে আমাদেরই আক্রমণ করেছিল বিজেপির লোকজন। ওরা আদালতে নাটক করতে গিয়েছে।”