Kalyan banerjee: ‘রাজ্যপালকে আগে বলুন…’, মুখ খুললেন কল্যাণ
কল্যাণ বলেন, "রাজ্যপালকে আগে বলুন যেন উনি বিজেপির ক্রিমিনালদের রাজভবনে ঠাঁই দেওয়া বন্ধ করেন। রাজভবনে বসে ক্রিমিনালদের ডাকছেন। সবার হাতে একটা বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। দিয়ে বলছেন, তৃণমূলকে মেরে এসো। আগে এগুলো বন্ধ করতে হবে।"
বিস্ফোরক অভিযোগ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের। তাঁর দাবি, রাজভবনের অন্দরে রয়েছে বোমা-বন্দুক। এই বন্দুক-বোমা রাজভবন থেকে বিজেপির গুন্ডাদের হাতেও তুলে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ তাঁর। কল্যাণ বলেন, “রাজ্যপালকে আগে বলুন যেন উনি বিজেপির ক্রিমিনালদের রাজভবনে ঠাঁই দেওয়া বন্ধ করেন। রাজভবনে বসে ক্রিমিনালদের ডাকছেন। সবার হাতে একটা বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। দিয়ে বলছেন, তৃণমূলকে মেরে এসো। আগে এগুলো বন্ধ করতে হবে।”
Latest Videos
