Kalyan Banerjee: তালিকায় শুভেন্দুর লোকদের খুঁজুন, বিস্ফোরক কল্যাণ, বিকাশ-শামিমকে নিয়েও প্রশ্ন সাংসদের

Kalyan Banerjee: এসএসসি-র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় কমিশনের পক্ষে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ২০২৬-র প্যানেল সংক্রান্ত এই মামলাতেও সওয়াল করেন তিনি।

Kalyan Banerjee: তালিকায় শুভেন্দুর লোকদের খুঁজুন, বিস্ফোরক কল্যাণ, বিকাশ-শামিমকে নিয়েও প্রশ্ন সাংসদের
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 31, 2025 | 3:12 PM

হুগলি: চিহ্নিত ‘অযোগ্য’দের নামের তালিকায় রয়েছে তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর নাম। কোনও নেতার মেয়ে, কোনও নেতার পুত্রবধূ, আবার কোনও নেতা নিজেই আছেন সেই তালিকায়। কিন্তু এবার তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, তালিকায় বিজেপির লোকজনের নামও আছে,সেগুলো খুঁজে বের করতে হবে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামও জড়িয়েছেন কল্যাণ।

তৃণমূল সাংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “খবরেই তো বেরিয়েছে বিজেপি নেত্রীর নাম। আগে তৃণমূল করত, এখন বিজেপি করে। সব শুভেন্দু অধিকারী করিয়েছে। দুই মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ যেখানে যেখানে শুভেন্দু অধিকারীর আধিপত্য ছিল সেখানে কী হয়েছিল খোঁজ নিন।”

এসএসসি-র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় কমিশনের পক্ষে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ২০২৬-র প্যানেল সংক্রান্ত এই মামলাতেও সওয়াল করেন তিনি। অন্যদিকে, চাকরিহারাদের পক্ষে অর্থাৎ এসএসসি-র বিরুদ্ধে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিমের মতো আইনজীবীরা। তাঁদেরও এদিন আক্রমণ করেন কল্যাণ।

কল্যাণ বলেন, “শামিমরা যাদের হয়ে মামলা করেছিল, তারা কি একজনও পেয়েছে? যাদের জন্য মামলা করতে গিয়েছিল, তাদের চাকরি দিতে পারেনি, উল্টে অন্যদের চাকরি খেয়েছে। তাঁর আরও দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারক ছিলেন ততদিন বিকাশ রঞ্জনের জুনিয়র মামলার নামে অনেক টাকা তুলেছে।” তারও তদন্ত হওয়া উচিত বলে মনে করেন কল্যাণ।