TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক
Dec 25, 2022 | 1:38 PM
আজ বড়দিন। অন্য ভূমিকায় দেখা গেল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
আজ বড়দিনে শ্রীরামপুরের একটি গীর্জায় গিয়ে শিশুদের মধ্যে কেক ও চকলেট বিলি করেন সাংসদ।বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতেও তুলে দেন কেক।
পরে একটি মাদার টেরিজার মূর্তি উন্মোচন করেন তিনি।
এরপর চার্চের ভেতরে প্রবেশ করে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে দেখা যায় সাংসদকে।
এ দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "চার্চে এসে বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটালাম। অন্যভাবে থাকাটা একটু দরকার।" তবে দিন দিনে শুভেন্দুর
যদিও, এ দিন রাজনৈতিক কোনও আলোচনা করেননি সাংসদ