Khanakul: ত্রাণ লুকিয়ে রেখেছে BJP-র পঞ্চায়েত সদস্য, তুমুল হইহই খানাকুলে

Tanmoy Bairagi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 24, 2024 | 8:53 PM

Khanakul: বিজেপি-র প্রধানের স্বামী ত্রাণগুলি অন্যত্র লুকিয়ে রেখে দিচ্ছেন বলে অভিযোগ উঠছে। ত্রাণ সামগ্রী দেওয়াই হচ্ছে না বলে দাবি তাঁর। আর এর জেরেই ব্যাপক বিক্ষোভ দেখান তৃণমূলের লোকজন। এদিকে বিক্ষোভের পাশাপাশি তারা পথ অবরোধ করেন।

Khanakul: ত্রাণ লুকিয়ে রেখেছে BJP-র পঞ্চায়েত সদস্য, তুমুল হইহই খানাকুলে
খানাকুলে বিক্ষোভ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

খানাকুল: ত্রাণ নিয়ে উঠছে বিস্তর ক্ষোভ। এবার হুগলির খানাকুলের রামনগরে ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বন্যার ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ তুলে তৃণমূল ও বিজেপি দুই দলের মধ্যে শুরু বাকবিতণ্ডা। বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে কোনও ত্রাণ দেওয়া হচ্ছে না বলে বিস্তর অভিযোগ। শুরু হয় পথ অবরোধ।

বিজেপি-র প্রধানের স্বামী ত্রাণগুলি অন্যত্র লুকিয়ে রেখে দিচ্ছেন বলে অভিযোগ উঠছে। ত্রাণ সামগ্রী দেওয়াই হচ্ছে না বলে দাবি তৃণমূলের। আর এর জেরেই ব্যাপক বিক্ষোভ দেখান তৃণমূলের লোকজন। বিক্ষোভের পাশাপাশি তারা পথ অবরোধ করেন। যার জেরে খানকুল রামনগর থেকে পুরশুড়ার সামন্ত রোড যাওয়ার রাস্তার মধ্যে ২ পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে আসে খানাকুল থানার পুলিশ। পুলিশের সঙ্গেও তর্ক বির্তক হয় অবরোধকারীদের। বিজেপির দাবি তৃণমূল রাস্তা অবরোধ করে। আবার তৃণমূলের দাবি বিজেপি রাস্তা অবরোধ করেছে।

এ প্রসঙ্গে খানাকুলের তৃণমূলের এক সদস্য বলেন, “পঞ্চায়েত প্রধানের স্বামী ত্রাণ দিচ্ছে না। লুকিয়ে রেখেছে। ত্রাণ নিয়ে অন্য এলাকায় পাঠিয়ে দিচ্ছে।” সাধারণ এক বাসিন্দা বলেন, “আমরা তো ত্রাণ পাচ্ছি না। কোনও কিছু পাচ্ছি না। ঘর ভেঙে গিয়েছে।” যদিও, বিজেপি গোটা বিষয়টি অস্বীকার করেছে।

Next Article