CPIM: হাওড়া-ব্যান্ডেল লোকাল থেকে পড়ে মৃত্যু বর্ষীয়ান সিপিএম নেতার

Ashique Insan | Edited By: সায়নী জোয়ারদার

May 24, 2024 | 10:50 PM

CPIM: বেলুড় ও বালি স্টেশনের মাঝে সেই ট্রেন থেকেই পড়ে যান সুভাষ মুখোপাধ্যায়। বেলুড় জিআরপি তাঁকে উদ্ধার করে উত্তরপাড়ার স্টেশন লাগোয়া একটি নার্সিংহোমে ভর্তি করে। এদিন সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে এলাকার সিপিএম নেতৃত্ব নার্সিংহোমে পৌঁছন। যান প্রাক্তন সাংসদ শান্তশ্রী চট্টোপাধ্যায়ও।

CPIM: হাওড়া-ব্যান্ডেল লোকাল থেকে পড়ে মৃত্যু বর্ষীয়ান সিপিএম নেতার
সিপিএমের বর্ষীয়ান নেতা সুভাষ মুখোপাধ্যায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: মর্মান্তিক পরিণতি কোন্নগর পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সিপিএমের বর্ষীয়ান নেতা সুভাষ মুখোপাধ্যায়ের। ট্রেন থেকে পড়ে মৃত্যু হল শুক্রবার। কোন্নগর মাস্টারপাড়ার বাসিন্দা সুভাষ মুখোপাধ্যায়ের ছেলে কৌশিক থাকেন দিল্লিতে। এদিনই রাজধানী এক্সপ্রেসে দিল্লি থেকে ফেরেন। এরপর হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে ফিরছিলেন সস্ত্রীক।

বেলুড় ও বালি স্টেশনের মাঝে সেই ট্রেন থেকেই পড়ে যান সুভাষ মুখোপাধ্যায়। বেলুড় জিআরপি তাঁকে উদ্ধার করে উত্তরপাড়ার স্টেশন লাগোয়া একটি নার্সিংহোমে ভর্তি করে। এদিন সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে এলাকার সিপিএম নেতৃত্ব নার্সিংহোমে পৌঁছন। যান প্রাক্তন সাংসদ শান্তশ্রী চট্টোপাধ্যায়ও।

সুভাষ মুখোপাধ্যায় ২০০৫ থেকে ২০১০ সাল কোন্নগর পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া সংগঠনে সক্রিয় তো ছিলেনই। শান্তশ্রী চট্টোপাধ্য়ায়ই জানান, হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে কোন্নগরে ফিরছিলেন। স্ত্রী ভিতরে বসার জায়গা পেলেও সঙ্গে লাগেজ থাকায় গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। কোনওভাবে পড়ে যান ট্রেন থেকে।

Next Article