Hooghly: অর্ধনগ্ন মহিলার আর্তনাদ, উলঙ্গ লোকটার যৌনাঙ্গে টাটকা রক্ত, কোন্নগরের রাস্তায় তুমুল হইহই

Konnagar: জানা গিয়েছে, কিচেন চিমনি সারাতে গিয়ে উত্তরপাড়ার এক মহিলার সঙ্গে পরিচয়। অভিযোগ সেই মহিলাকে সোমবার দুপুরে ইন্টারভিউর জন্য ডাকেন কোন্নগরের বাড়িতে। সাত হাজার টাকা বেতনের রিসেপশনিস্টের চাকরি দেওয়ার জন্য ডাকা হয় বলে দাবি ওই মহিলার। তিনি তাঁর স্বামীর সঙ্গে গিয়েছিলেন সেখানে। স্বামী বাইরে রাস্তায় অপেক্ষা করছিলেন। মহিলা ইন্টারভিউ দিতে ঘরে ঢোকেন।

Hooghly: অর্ধনগ্ন মহিলার আর্তনাদ, উলঙ্গ লোকটার যৌনাঙ্গে টাটকা রক্ত, কোন্নগরের রাস্তায় তুমুল হইহই
ভয়াবহ ঘটনা কোন্নগরের রাস্তায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 16, 2024 | 10:05 PM

উত্তরপাড়া: মাস গেলে দেবেন সাত হাজার টাকা। সেই মতো মহিলাকে ইন্টারভিউ দিতে ডেকেছিলেন এক ব্যক্তি। স্বামী সহ উপস্থিতও হয়েছিলেন ওই মহিলা। তবে কল্পনাও হয়ত করতে পারেনি যে এইভাবে তার খেসারত দিতে হবে। ইন্টারভিউ দিতে গিয়ে যৌন লালসার শিকার মহিলা। রেহাই পেতে ব্লেড দিয়ে ওই ব্যক্তির যৌনাঙ্গ কেটে বাঁচাও বাঁচাও চিৎকার। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে কোন্নগর মনসাতলা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, কোন্নগরে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন অভিযুক্ত ব্যক্তি। আদতে তিনি চুঁচুড়ার বাসিন্দা। বছর চল্লিশের ওই ব্যক্তি বিগত দুই বছর ধরে ভাড়া ছিলেন কোন্নগরে। সেখানেই এসি টিভি রিপেয়ারিং এবং কিচেন চিমনি রিপেয়ারিং-এর কাজ করতেন।

জানা গিয়েছে, কিচেন চিমনি সারাতে গিয়ে উত্তরপাড়ার এক মহিলার সঙ্গে পরিচয়। অভিযোগ সেই মহিলাকে সোমবার দুপুরে ইন্টারভিউর জন্য ডাকেন কোন্নগরের বাড়িতে। সাত হাজার টাকা বেতনের রিসেপশনিস্টের চাকরি দেওয়ার জন্য ডাকা হয় বলে দাবি ওই মহিলার। তিনি তাঁর স্বামীর সঙ্গে গিয়েছিলেন সেখানে। স্বামী বাইরে রাস্তায় অপেক্ষা করছিলেন। মহিলা ইন্টারভিউ দিতে ঘরে ঢোকেন।

এরপর স্থানীয় লোকজন শোরগোল শুনতে পেয়ে বাইরে আসেন। রক্তারক্তি কাণ্ড। ঘটনাস্থলে পুলিশ এসে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।মহিলা ও তার স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে যায় পুলিশ। এরপর স্থানীয় বাসিন্দারা চেঁচামেচি শুনে বেরিয়ে আসেন। দেখতে পান এক মহিলা অর্ধনগ্ন অবস্থায় রয়েছেন। তাঁর জামা কাপড় ছেঁড়া। আর ওই ব্যাক্তি সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন। তার যৌনাঙ্গ রক্তাক্ত।

মহিলার অভিযোগ, তিনি ঘরে ঢুকতেই দরজার ছিটকিনি আটকে দেয় অভিযুক্ত। কেন দরজা বন্ধ করেছে জিজ্ঞেস করায় বলেন মশা ঢুকছে। মহিলা চেয়ারে বসে মোবাইল ঘাঁটতে থাকেন। তার পিছনে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ নগ্ন হয়ে মহিলাকে জাপটে ধরেন। ধর্ষণের চেষ্টা করেন। মহিলা সেই সময় দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তাঁর হাত থেকে বাঁচতে একটি ব্লেড নিয়ে তার যৌনাঙ্গে চালিয়ে দিয়ে দরজা খুলে বাঁচাও বাঁচাও চিৎকার করে বেরিয়ে আসেন।

পুলিশ সূত্রে খবর, আহত ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। হিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। ভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় বাসিন্দা বলেন, “আজ দুপুরে শুয়ে ছিলাম। সেই সময় একটা হইহই আওয়াজ পাই। নিচে গিয়ে দেখি এক মহিলা বেরিয়ে চিৎকার করে বলছেন আমায় ধর্ষণের চেষ্টা করেছে। মেয়েটির সঙ্গে তাঁর স্বামীও ছিল।”