Konnagar: কোন্নগরে প্ল্যাটফর্মে না থেমেই হু-হু করে এগিয়ে গেল গোঘাট লোকাল, পরে অবাক কাণ্ড ঘটালেন চালক

Local train: স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যে আপ হাওড়া গোঘাট লোকাল হাওড়া থেকে ছেড়ে কোন্ননগর ঢোকে। ট্রেন ঢুকছে সেই ঘোষণা আগেই করা হয় স্টেশনে। সেই মতো তিন নম্বর প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষা করছিলেন ট্রেনে ওঠার জন্য।

Konnagar: কোন্নগরে প্ল্যাটফর্মে না থেমেই হু-হু করে এগিয়ে গেল গোঘাট লোকাল, পরে অবাক কাণ্ড ঘটালেন চালক
কোন্নগরে স্টেশনে থামেনি ট্রেনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 07, 2025 | 9:11 AM

কোন্নগর: প্ল্যাটফর্মে না থেমেই এগিয়ে গেল লোকাল ট্রেন। আর ট্রেন প্ল্যাটফর্মে না থেমে এগিয়ে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। তবে বরাত জোড়ে রক্ষা পেলেন রেলযাত্রীরা। স্টেশনে থামার কথা থাকলেও কেন চালক ট্রেন থামালেন না, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যে আপ হাওড়া গোঘাট লোকাল হাওড়া থেকে ছেড়ে কোন্ননগর ঢোকে। ট্রেন ঢুকছে সেই ঘোষণা আগেই করা হয় স্টেশনে। সেই মতো তিন নম্বর প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষা করছিলেন ট্রেনে ওঠার জন্য। এবার এই প্ল্যাটফর্মের লাইন পেরিয়েই দিয়েই বহু যাত্রী এক ও দুই নম্বর প্ল্যাটফর্মে ওঠেন। কেউ আবার কানাইপুরের দিকে যান। ওভারব্রিজ থাকার পরও অনেক যাত্রী লাইন পারাপার করেন এইখান থেকেই।

কিন্তু গতকাল দেখা গেল আপ গোঘাট লোকালটি কোন্নগর ঢোকার পরও প্ল্যাটফর্মে দাঁড়ায়নি। কার্যত যাত্রীদের অবাক করে দিয়েই প্ল্যাটফর্ম ছাড়িয়ে খানিকটা এগিয়ে যায়। ভাগ্যক্রমে সেই সময় রেল লাইনে কেউ পারাপার করছিলেন না। কেউ না থাকায় বড় বিপদ ঘটেনি।

তবে আতঙ্কিত যাত্রীরদের মধ্যে কেউ কেউ ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করেন। যদিও পরে স্টেশন কর্তৃপক্ষ মাইকে ঘোষণা করেন, ট্রেনকে পিছিয়ে প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। এরপর ট্রেনটি পিছিয়ে ফের প্ল্যাটফর্মে আনা হয়। ট্রেন ফিরিয়ে প্ল্যাটফর্মে আসতেই চালককে ঘিরে শুরু হয় যাত্রীদের বিক্ষোভ। যাত্রীদের ওঠানামার পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।