Konnagar: কোন্নগরে কী হচ্ছে? সাঁতারুর পর এবার নাট্যকর্মীর বাড়িতে চুরি

Konnagar: কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড মাস্টার পাড়ার বাসিন্দা নাট্য শিল্পী অভিরূপ গুপ্ত।তাঁর মেজো ভাই অভিজিৎ গুপ্ত গত হয়েছেন। ভাইয়ের স্ত্রী শিপ্রা গুপ্ত বাড়ির একাংশে বসবাস করেন। অভিরূপ বাবু জানান, নাতনি হওয়ায় ব্যারাকপুরে মেয়ের বাড়ি গিয়েছেন মেজো ভাইয়ের স্ত্রী।

Konnagar: কোন্নগরে কী হচ্ছে? সাঁতারুর পর এবার নাট্যকর্মীর বাড়িতে চুরি
কোন্নগরে চুরিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 19, 2025 | 4:38 PM

হিন্দমোটর: কয়েকদিন আগেই সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। এবার কোন্নগরে নাট্য শিল্পীর বাড়িতে চুরি। শিল্পীর ভাইয়ের ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য। সেই উত্তরপাড়া থানা এলাকায় বারবার চুরির ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড মাস্টার পাড়ার বাসিন্দা নাট্য শিল্পী অভিরূপ গুপ্ত।তাঁর মেজো ভাই অভিজিৎ গুপ্ত গত হয়েছেন। ভাইয়ের স্ত্রী শিপ্রা গুপ্ত বাড়ির একাংশে বসবাস করেন। অভিরূপ বাবু জানান, নাতনি হওয়ায় ব্যারাকপুরে মেয়ের বাড়ি গিয়েছেন মেজো ভাইয়ের স্ত্রী। তাঁর বাড়ি তালা দেওয়া ছিল। পিছনের গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে চোর। ঘরের আলমারির চাবি খুলে সোনার গহনা টাকা মূল্যবান জিনিস নিয়ে যায়। রবিবার সন্ধেয় চুরি হয়ে থাকতে পারে বলে অনুমান। সোমবার সন্ধের পর বিষয়টি নজরে আসতেই উত্তরপাড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসে তদন্তে।

নাট্য শিল্পী বলেন, “ঘরে যেভাবে ঢুকেছে, আলমারি না ভেঙে চাবি দিয়ে খুলেছে, কোথায় কী জিনিস থাকে তা জানত দুষ্কৃতী। তাই মনে হয় কোনও পরিচিত কারও কাজ। অচেনা কেউ এটা করতে পারে না।” তিনি আরও বলেন, “পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে পদক চুরির ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ তৎপরতার সঙ্গে চোর ধরে পদক উদ্ধার করেছে। তেমনই এই চুরিরও কিনারা করবে আশা করব।”

প্রতিবেশি অর্ণব দাস বলেন, “মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। উত্তরপাড়ায় হচ্ছে কী।বাড়িতে তালা মেরে কোথাও যাওয়া যাবে না।” ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী বলেন, “পুলিশ এবং পরিবারের অনুমান খুব পরিচিত কারও কাজ। একজনকে পুলিশ আটক করেছে শুনেছি। সব জায়গায় সিসি ক্যামেরা নেই। গত এক বছরের কোন্নগরে কিছু ঘটনা ঘটেছে যেগুলো না হলেই ভাল। পুলিশকে আরও সক্রিয় হতে হবে। টহল বাড়াতে হবে।”