Hooghly News: ৬ দিন ধরে নিখোঁজ লক্ষ্ণণ, এলাকায় ঢুকল স্নিফার ডগ

Hooghly: পরিবারের দাবি, লক্ষ্মণকে ডেকেছিলেন শিবনাথ সাউ। তারপর তাঁকে পঞ্চাননতলার একটি ক্লাবে ডেকে নিয়ে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরেননি যুবক। তারপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর।

Hooghly News: ৬ দিন ধরে নিখোঁজ লক্ষ্ণণ, এলাকায় ঢুকল স্নিফার ডগ
স্নিফার ডগ এলাকায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 25, 2025 | 8:13 PM

হুগলি: ছয় দিন আগে নিখোঁজ হয়েছিলেন লক্ষ্মণ চৌধুরী নামে এক যুবক। তিনি বাঁশবেড়িয়া মহাকালীতলার বাসিন্দা। পরিবারের দাবি, তাঁরই এক বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাঁকে। তারপর আজ খোঁজ মেলেনি লক্ষ্ণণের। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বন্ধু শিবনাথ।

পরিবারের দাবি, লক্ষ্মণকে ডেকেছিলেন শিবনাথ সাউ। তারপর তাঁকে পঞ্চাননতলার একটি ক্লাবে ডেকে নিয়ে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরেননি যুবক। তারপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। যুবকের পরিবার মগড়া থানায় অভিযোগ জানালে শিবনাথ সাউকে গ্রেফতার করে পুলিশ। চুঁচুড়া জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। লক্ষণ কোথায় সে ব্যাপারে তাঁর বন্ধু শিবনাথ কিছুই জানাতে চাইছে না বলে পুলিশ সূত্রে খবর।

এ দিকে, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রবিবার ঝুলুনিয়া মোড়ে অবরোধ করে যুবকের পরিবার ও স্থানীয়রা। আর আজ, সোমবার মগড়া থানার পুলিশ ব্যারাকপুর থেকে স্নিফার ডগ নিয়ে আসে। শেষবার যে ক্লাবে লক্ষণকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ক্লাবে লক্ষণের বাড়িতে এবং ওই এলাকায় সূত্র পেতে স্নিফার ডগ নিয়ে চলে তল্লাশি। পাশাপাশি পঞ্চাননতলা গঙ্গার ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোট নামিয়ে তল্লাশি চালায়।