Dankuni: রাতের অন্ধকারে জমি বেহাত! কেন্দ্রের বিরুদ্ধে সরব ডানকুনির বাসিন্দারা

Dankuni: ডানকুনির পুরসভার ৪নং ওয়ার্ডের অন্তর্গত স্থানীয়দের অভিযোগ, তাদের না জানিয়ে কেন্দ্র জমি অধিগ্রহণ করে বসেছে। এমনকি, নিয়ম না মেনেই হয়েছে এই অধিগ্রহণ অভিযান। দেওয়া হয়নি কোনও ক্ষতিপূরণ।

Dankuni: রাতের অন্ধকারে জমি বেহাত! কেন্দ্রের বিরুদ্ধে সরব ডানকুনির বাসিন্দারা
Image Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jul 15, 2025 | 11:58 AM

হুগলি: শুরু হয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। দূর্গাপুর এক্সপ্রেসের ১৯ নম্বর জাতীয় সড়ককে ছয় লেন করার জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের উদ্যোগেই শুরু হয়েছে জমি অধিগ্রহণ। ইতিমধ্য়েই সড়ক সংলগ্ন ৩১ বিঘা জমি অধিগ্রহণ করা হয়ে গিয়েছে। আর তাতেই ক্ষেপেছে স্থানীয়রা।

ডানকুনির পুরসভার ৪নং ওয়ার্ডের অন্তর্গত স্থানীয়দের অভিযোগ, তাদের না জানিয়ে কেন্দ্র জমি অধিগ্রহণ করে বসেছে। এমনকি, নিয়ম না মেনেই হয়েছে এই অধিগ্রহণ অভিযান। দেওয়া হয়নি কোনও ক্ষতিপূরণ।

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘কোন পরিকল্পনা নেই, নোটিস নেই, হঠাৎই দেখি সরকার জমি নিয়ে নিয়েছে। আমরা কয়েকজন একদিন ফোনে চেক করছিলাম, আমাদের জমির তথ্যগুলো দেখি, সেখানে আমাদের নামে কোনও তথ্যই নেই। হঠাৎ করে জমি কেড়ে নিল। গোল ভাবে ঘিরে ৩১ বিঘা জমি অধিগ্রহণ করে নিয়েছে। আমাদের ক্ষতিপূরণ দিলেও নেব না। আর ক্ষতিপূরণ পেলেও, সেই টাকা দিয়ে জমিই বা কোথায় নেবে?’

ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হাসান মণ্ডলের দাবি, ‘হঠাৎ করে দেখা যাচ্ছে ডানকুনি টোলিং পশ্চিম দিকে একটা বসতি আছে, সেটাকে তুলে দেওয়া হল। কোনও নোটিস দেয়নি। আলোচনা করেনি। হঠাৎ করে উৎক্ষাত। জমি অধিগ্রহণের এটা কোনও পদ্ধতি নয়। জমি অধিগ্রহণ একটা সিস্টেম্যাটিক বিষয়। রাতে অন্ধকারে রেখা টেনে দিয়েছে।’