hospital: হঠাৎ বাজ পড়ে আগুন লেগে গেল হাসপাতালে

hospital: হুগলি দমকল কেন্দ্রের স্টেশন অফিসার ইনচার্জ দেবাশীষ বিশ্বাস বলেন, "বাজ পড়ে হাসপাতালের একটি ওয়ার্ডের অক্সিজেন ও বিদ্যুতের লাইনে আগুন লেগে যায়।তড়িঘড়ি হাসপাতালে থাকা অগ্নিনির্বাপন ব্যবস্থা কাজে লাগিয়ে সেই আগুন নিয়ন্ত্রণ করা হয়।

hospital: হঠাৎ বাজ পড়ে আগুন লেগে গেল হাসপাতালে

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 26, 2025 | 7:45 PM

চুঁচুড়া: সকাল থেকেই মুখ ভার আকাশের। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জেলায়-জেলায়। এর মধ্যেই বিপত্তি। চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালের পিছন দিকে তীব্র শব্দে হঠাৎ বাজ পড়ে। হাসপাতালের তিনতলায় মহিলা ওয়ার্ডের ভিতর সেই বজ্রপাত শুরু হয়।  যার জেরে ক্ষতি হয় অক্সিজেন ও ইলেকট্রিক লাইনে। বাজ পড়ে অক্সিজেন লাইন ও বিদ্যুতের কনসিলে আগুন ধরে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায় রোগীসহ রোগীর পরিবারের লোকজনদের মধ্যে। তড়িঘড়ি ওই ওয়ার্ড থেকে বের করে নিয়ে যাওয়া হয় সমস্ত রোগীকে। হাসপাতালের অতিরিক্ত সুপার খবর দেন দমকলে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয়। ততক্ষণে হাসপাতালে থাকা অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে হাসপাতালের কর্মীরা। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

হুগলি দমকল কেন্দ্রের স্টেশন অফিসার ইনচার্জ দেবাশীষ বিশ্বাস বলেন, “বাজ পড়ে হাসপাতালের একটি ওয়ার্ডের অক্সিজেন ও বিদ্যুতের লাইনে আগুন লেগে যায়।তড়িঘড়ি হাসপাতালে থাকা অগ্নিনির্বাপন ব্যবস্থা কাজে লাগিয়ে সেই আগুন নিয়ন্ত্রণ করা হয়। যা কিছু ক্ষতি হয়েছে সেটা তথ্য দফতরের লোকজন এসেছে তাঁরা দেখছেন।”

হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন, “হাসপাতালে ফিমেল ওয়ার্ডের খুব কাছে বাজ পড়ে। যে কারণে অক্সিজেন পাইপ লাইন ও বিদ্যুতের লাইনে আগুন ধরে যায়।হাসপাতালে কর্মীরা এসে আগুন নেভায়।”

ঘটনার সময় ওই ওয়ার্ডে ছিলেন একজন আয়া তার নাম মহামায়া কুন্ডু। তিনি বলেন, “বাজটা পড়ার পর হঠাৎ করে শব্দ হয়। তারপরেই আগুন ধরে গেল। আমি চেঁচিয়ে সবাইকে ডাকলাম মেন সুইচ বন্ধ করার জন্য। নিচ থেকে সবাই ছুটে এসেছে।তারপর আগুন নেভানো হয়। সময় ব্যবস্থা না নিলে বড় বিপদ হতে পারত।”