liquor Smuggling In Bihar: স্টেশনে ঘুরঘুর করতে দেখে সন্দেহ, বিহারে মদ পাচারের আগে পুলিশের জালে যুবক

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 22, 2023 | 2:39 PM

liquor Smuggling In Bihar: পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সিভাম ভুঁইয়া (৩৫)। তার বাড়ি বিহারের পূর্ব চম্পারণ জেলার ছোট তৌরি এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রিবেলা নিতান্তই সন্দেহের বসে শ্রীরামপুর স্টেশনে সিভামকে আটক করে।

liquor Smuggling In Bihar: স্টেশনে ঘুরঘুর করতে দেখে সন্দেহ, বিহারে মদ পাচারের আগে পুলিশের জালে যুবক
বেআইনি মদ উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হুগলি: বিহারে মদ নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মদ্যপায়ীদের পরিবর্তে মদ বিক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন জেডিইউ প্রধান। এবার সেই রাজ্যেই মদ নিয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশের জালে এক যুবক। তার কাছ থেকে পঁচিশ বোতল বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সিভাম ভুঁইয়া (৩৫)। তার বাড়ি বিহারের পূর্ব চম্পারণ জেলার ছোট তৌরি এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রিবেলা নিতান্তই সন্দেহের বসে শ্রীরামপুর স্টেশনে সিভামকে আটক করে। তল্লাশি চালানো হয় তার ব্যাগে। চেইন খুলতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগার। প্রায় পঁচিশ মদ উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ত্রিশ হাজার টাকা। শুক্রবার অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হবে।

ঘটনার বিষয়ে শেওড়াফুলি জিআরপি ওসি প্রদ্যুৎ ঘোষ জানান, “গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুর স্টেশনে বিশেষ অভিযান চালানো হয়। তারপরই বছর পঁচিশের বিহারের ওই বাসিন্দাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পঁচিশ বোতল মদ উদ্ধার হয়েছে।”

প্রসঙ্গত,  ২০১৬ সালে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ। সরকার সিদ্ধান্ত নেয়, মদ্যপান করবেন অথবা যাদের মদ্যপ অবস্থায় পাওয়া যাবে, তাদের পরিবর্তে মদ চোরাচালানকারী, সরবরাহকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করা হবে। এরপর পুজোর আগে এ হেন মদ পাচারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য।

 

Next Article