Local Train: লাইনে দাঁড়িয়ে একের পর এক লোকাল, বন্ধ ট্রেন চলাচল, চরম বিপাকে যাত্রীরা

Local Train: বৃহস্পতিবার সকাল বেলা এই ঘটনা ঘটায় কার্যত প্রচণ্ড অসুবিধায় পড়েছেন যাত্রীরা। রেল সূত্রে খবর, ব্যান্ডেল ও হুগলি স্টেশন ও ব্যান্ডেল ও আদি সপ্তগ্রাম স্টেশনের মাঝে আপ ও ডাউন দুটি লাইনেই বন্ধ ট্রেন চলাচল।

Local Train: লাইনে দাঁড়িয়ে একের পর এক লোকাল, বন্ধ ট্রেন চলাচল, চরম বিপাকে যাত্রীরা
চলছে না ট্রেনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 27, 2025 | 9:52 AM

হুগলি: সপ্তাহের মাঝেই ফের ট্রেন চলাচলে বিপত্তি। যার জেরে মাথায় হাত অফিসযাত্রী থেকে নিত্যযাত্রীদের। বন্ধ ট্রেন চলাচল। জানা যাচ্ছে, ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় এই বিপত্তি। যার জেরে বর্ধমান ও কাটোয়া দুই লাইনে বন্ধ ট্রেন চলাচল।

বৃহস্পতিবার সকাল বেলা এই ঘটনা ঘটায় কার্যত প্রচণ্ড অসুবিধায় পড়েছেন যাত্রীরা। রেল সূত্রে খবর, ব্যান্ডেল ও হুগলি স্টেশন ও ব্যান্ডেল ও আদি সপ্তগ্রাম স্টেশনের মাঝে আপ ও ডাউন দুটি লাইনেই বন্ধ ট্রেন চলাচল। যার জেরে ডাউন কাটোয়া লোকাল ৩৭৯১৬ দাঁড়িয়ে রয়েছে কুন্তিঘাট স্টেশনে। পরের ডাউন ট্রেন ৩৭৯১৮ গুপ্তিপাড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে ট্রেনগুলি দাঁড়িয়ে সেখানে।

রেল সূত্রে খবর, রেলে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছিয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে প্রায় দু ঘন্টা সময় লাগবে। এ দিকে, ব্যান্ডেল হল অত্যন্ত গুরুত্বপূর্ণ জংশন। প্রচুর যাত্রী এই স্টেশন থেকে প্রতিনিয়ত যাতায়াত করেন। একের পর এক ট্রেন দাঁড়িয়ে থাকায় বিপাকে তাঁরা।

এক নিত্যযাত্রী জানান, “নৈহাটি থেকে ব্যান্ডেল যাচ্ছিল। এখন পায়ে পায়ে হেঁটে যেতে হচ্ছে কি না। আমি বর্ধমান যাব। ভাবছি অন্য গাড়িতে চলে যাব। শুনেছি তার ছিঁড়ে গিয়েছে। তাই কতক্ষণ এই কাজ চলবে, আর ট্রেন কখন চলবে কিছুই বলা যাচ্ছে না।”