Local Train: এই লাইনে দ্রুতই লোকাল ট্রেনের গতিবেগ বাড়ছে! হয়ে গেল ট্রায়াল রান

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 17, 2024 | 4:30 PM

Local Train: মাত্র ২৭ মিনিটে ৩৪ কিলোমিটার পথ পাড়ি দেয় পরীক্ষামূলক ট্রেনটি। রেল সূত্রে খবর ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার, এবং গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। বুধবারের ট্রায়াল রানে কোনরকম অসুবিধা হয়নি বলে জানা যায়।

Local Train: এই লাইনে দ্রুতই লোকাল ট্রেনের গতিবেগ বাড়ছে! হয়ে গেল ট্রায়াল রান
তারকেশ্বর লাইনে লোকাল ট্রেনের গতিবেগ বাড়ল
Image Credit source: TV9 Bangla

Follow Us

তারকেশ্বর: গতি বাড়বে ট্রেনের। ট্রায়াল রান হল শেওড়াফুলি তারকেশ্বর লাইনে।শেওড়াফুলি আরামবাগ শাখায় ট্রেনের গতিবেগ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ১৫ টি স্টেশন পারি দিতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। এবার যাত্রীদের সুবিধার্থে সেই ট্রেন ছুটবে ১২০ কিলোমিটার বেগে। যাত্রী ছাড়াই তার সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হল। তারকেশ্বর থেকে দুপুর ২ টোর সময় চার কামরার একটি ট্রেন শেওড়াফুলি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। গন্তব্যে পৌঁছয় ২ বেজে ২৭ মিনিটে ।

মাত্র ২৭ মিনিটে ৩৪ কিলোমিটার পথ পাড়ি দেয় পরীক্ষামূলক ট্রেনটি। রেল সূত্রে খবর ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার, এবং গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। বুধবারের ট্রায়াল রানে কোনরকম অসুবিধা হয়নি বলে জানা যায়।

শেওড়াফুলি স্টেশন ম্যানেজার রাম আধার প্রসাদ বলেন, “ট্রেনের গতি বাড়লে যাত্রীদের সুবিধা হবে। অনেক কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।বর্তমানে ৮০ কিমি বেগে ট্রেন চলে সেই গতি ১২০ কিমি হতে পারে। সেই পরীক্ষাই করা হয়।পরীক্ষা সফল হয়েছে।” তিনি জানান, এরপর কবে থেকে এই গতিতে ট্রেন ছুটবে তা রেলের প্রশাসনিক আধিকারীকরা ঠিক করবেন। মূলত হাওড়া ব্যান্ডেল লাইনে ১২০ কিমি বেগেই ট্রেন চলে। কিন্তু তারকেশ্বর লাইনে এতদিন পর্যন্ত ৮০ কিলোমিটার বেগে ট্রেন চলত। এবার সেই লাইনেও ১২০ কিমি বেগে ট্রেন চলবে।

এক যাত্রী বলেন, “ট্রেনের গতি বাড়লে তো ভীষণই সুবিধা। আমাদের এখান থেকে কলকাতা হাওড়া যাওয়ার প্রধান ভরসা। এমনিতেি ট্রেনে এত ভিড় থাকে, সেটাও সমস্যার। তবে আমাদের লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও ভাল।”

Next Article