Konnagar: চুরমার হয়ে গেল ইতিহাস, লরি এসে ধ্বংস করল কোন্নগরের ঐতিহ্য

Hooghly news: জানা গিয়েছে, 'ফ্রেন্ডস ড্রামাটিক ইউনিয়নের' ইতিহাস একটি বোতলে ভরে রাখা ছিল এই স্তম্ভে। যা শহরের গৌরব হিসেবে পরিচিত ছিল। অতুল চন্দ্র মিত্র ছিলেন সেই দলের প্রতিষ্ঠাতা। তাঁদেরই দান করা জমিতে তৈরি হয়েছে কোন্নগর রবীন্দ্র ভবন। ইতিহাসের সেই বাতিস্তম্ভ শনিবার দুপুরে ভেঙে যায় একটি লরির ধাক্কায়।

Konnagar: চুরমার হয়ে গেল ইতিহাস, লরি এসে ধ্বংস করল কোন্নগরের ঐতিহ্য
কোন্নগরে বড় ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 11, 2025 | 5:40 PM

কোন্নগর: শতাব্দী প্রাচীন বাতিস্তম্ভ ভেঙে যাওয়ায় তুমুল উত্তেজনা ছড়াল কোন্নগরে। হুগলির কোন্নগরের ক্রাইপার রোডের উপরে রয়েছে তিন বাতির মোড়। সেখানেই ছিল প্রায় দেড়শো বছরের পুরনো একটি বাতিস্তম্ভ। ব্রিটিশ আমলে সব থেকে পুরোনো নাটকের দল ‘ফ্রেন্ডস ড্রামাটিক ইউনিয়নের’ স্মৃতিতে তৈরি হয়েছিল প্রায় দেড়শো বছর আগে। সেটিই ভেঙে যাওয়ায় ক্ষোভ স্থানীয়দের মধ্যে।

জানা গিয়েছে, ‘ফ্রেন্ডস ড্রামাটিক ইউনিয়নের’ ইতিহাস একটি বোতলে ভরে রাখা ছিল এই স্তম্ভে। যা শহরের গৌরব হিসেবে পরিচিত ছিল। অতুল চন্দ্র মিত্র ছিলেন সেই দলের প্রতিষ্ঠাতা। তাঁদেরই দান করা জমিতে তৈরি হয়েছে কোন্নগর রবীন্দ্র ভবন। ইতিহাসের সেই বাতিস্তম্ভ শনিবার দুপুরে ভেঙে যায় একটি লরির ধাক্কায়। নির্মাণ সামগ্রী বোঝাই লরি এসে ধাক্কা মারে প্রাচীন বাতিস্তম্ভে। তারপরেই গাড়ির চালককে আটক করে এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় কোন্নগর ফাঁড়ির পুলিশ। কীভাবে দিনের বেলায় ওই রাস্তায় ভারী যানবাহন চলাচল করছে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

জি টি রোড থেকে কোন্নগর স্টেশন যোগাযোগ করে ক্রাইপার রোড। রাস্তার উপরে, তিন রাস্তার মোড়ের মাথায় ছিল এই বাতিস্তম্ভটি। যা এক কথায় শহরের গৌরব। এলাকার মানুষের অভিযোগ, শহরের রাস্তা এখনও চওড়া হয়নি। ঠিকভাবে যাতায়াতও করা যায় না। অথচ সেই রাস্তা দিয়েই প্রোমোটারদের পণ্যবাহী গাড়ি চলাচল করে। আজ এই এলাকায় এই লরিটি এসেছিল ইমারতি সামগ্রী ডেলিভার করতে। তখনই বাতিস্তম্ভে আঘাত লেগে ভেঙে যায়।

এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর লাল্টু মজুমদার বলেন, “এক ব্যবসায়ীর লরি থামিয়ে সেখানে সামগ্রী খালাস করতে এসেছিল। সেই কাজ করতে গিয়ে এলাকার প্রাচীন এই বাতির স্তম্ভটি ভেঙে দেয়। যে কোনও মানুষের দুর্ঘটনা ঘটতে পারত। এলাকারই রাস্তা ভারী যান চলাচলের জন্য উপযুক্ত নয়।” গাড়ির চালক বলেন,”আমার সামনে একটি টোটো এসে গিয়েছিল। টোটোটিকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটত।