Hooghly: দোকান থেকে ‘ব্রান্ড নিউ’ ফোন চুরি করে প্রেমিকাকে ‘গিফ্ট’, উপহারের সেই ফোনই ধরিয়ে দিল ‘চোর’ প্রেমিককে

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 01, 2024 | 6:20 AM

Hooghly: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বিগত কয়েক দিন ধরে বেশ কয়েকটি মোবাইলের দোকান থেকে ফোন চুরির ঘটনা ঘটছিল। বারবার কেন এমন ঘটনা ঘটছে তা জানতে তদন্তে নামে পোলবা থানার পুলিশ। এরপর গত ১৯ জানুয়ারি আরও একটি মোবাইলের দোকান থেকে দামি চুরি যায়।

Hooghly: দোকান থেকে ব্রান্ড নিউ ফোন চুরি করে প্রেমিকাকে গিফ্ট, উপহারের সেই ফোনই ধরিয়ে দিল চোর প্রেমিককে
অভিযুক্ত প্রেমিক, রাহুল মণ্ডল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পোলবা: কথায় বলে ভালবাসা নাকি অন্ধ হয়। হুগলির এই ঘটনা সেই প্রবাদকেই যেন আবার মনে করিয়ে দিল। প্রেমিকাকে ভালবেসে চুরির ফোন উপহার প্রেমিকের। শুধু তাই নয়, মেয়েটির ভাইকে ‘হাতে রাখতে’ তাঁকেও ফোন দিয়েছিল প্রেমিক। তবে শেষটা সুখকর হল না। উপহার দেওয়া ফোনই ধরিয়ে দিল চোর প্রেমিককে। হুগলির পোলবার ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বিগত কয়েক দিন ধরে বেশ কয়েকটি মোবাইলের দোকান থেকে ফোন চুরির ঘটনা ঘটছিল। বারবার কেন এমন ঘটনা ঘটছে তা জানতে তদন্তে নামে পোলবা থানার পুলিশ। এরপর গত ১৯ জানুয়ারি আরও একটি মোবাইলের দোকান থেকে দামি চুরি যায়।

এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রায় ছ’টি ফোন চুরি গিয়েছে। এর মধ্যে আবার অ্যানরয়েড ফোনও রয়েছে। যে ফোনগুলি দোকান থেকে খোয়া যাচ্ছিল তার আইএমইআই নম্বর দিয়ে ট্র্যাকিং শুরু করেন পুলিশ আধিকারিকরা। তখনই জানতে পারেন মহানাদ এলাকার বাসিন্দা এক তরুণীর কাছে সেই ফোন রয়েছে। এরপর তাঁর বাড়ি পৌঁছে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ওই তরুণী তখন জানান, ফোনটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর প্রেমিক রাহুল মণ্ডল। বাকিটা আর বুঝতে অসুবিধা হয়নি আধিকারিকদের।

এরপরই রাহুলকে আটক করে পোলবা থানার পুলিশ। জানা গিয়েছে, ওই তরুনীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল রাহুল মণ্ডলের। যুবক পেশায় গাড়ির চালক। তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, প্রেমিকাকে দামি ফোন উপহার দিতেই সে মোবাইলের দোকানে চুরি করছিল। শুধু তাই নয়, প্রেমিকার ভাইকে হাতে রাখতে তাকেও একটি ফোন উপহার দেয়। বুধবার অভিযুক্ত যুবককে পেশ করা হয় চুঁচুড়া আদালতে। তাঁকে ১৪ দিনের জেলের নির্দেশ দেয় আদালত।

Next Article