Madhyamik 2024: টেস্ট পাশ না করেও অ্যাডমিট কার্ড নিয়ে হলে পরীক্ষার্থী! কীভাবে? মাধ্যমিকের প্রথম দিনই কেলেঙ্কারির পর্দাফাঁস

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 02, 2024 | 2:58 PM

Madhtyamik 2024: পরীক্ষাকেন্দ্রে ঢুকে সিটে বসেও যায়। পরীক্ষা শুরু হয়ে যায়। এবার শিক্ষক অ্যাডমিট কার্ড দেখতে চান। যে অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে দেখায়, তাতে রোল নম্বরে কালি দেওয়া ছিল। ফলে অ্যাডমিট  কার্ড চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরীক্ষকের।

Madhyamik 2024: টেস্ট পাশ না করেও অ্যাডমিট কার্ড নিয়ে হলে পরীক্ষার্থী! কীভাবে? মাধ্যমিকের প্রথম দিনই কেলেঙ্কারির পর্দাফাঁস
মাধ্যমিকের প্রথম দিনেই কেলেঙ্কারি
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি:  প্রথম দিনই গন্ডগোল! টেস্ট পাশ করেনি। অন্যের অ্যাডমিট কার্ড ফটোকপি করে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল এক ছাত্র! উত্তরপাড়া ভদ্রকালী হাইস্কুলের ঘটনা। জানা গিয়েছে,  উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ওই ছাত্র দশম শ্রেণির পরীক্ষায় টেস্টে পাশ করেনি। তাই তার অ্যাডমিট কার্ডও হয়নি।  স্কুল সূত্রে জানা যাচ্ছে,  নিয়মিত স্কুলেও যেত না ওই ছাত্র। অথচ আজ মাধ্যমিক পরীক্ষা দিতে চলে যায়।

পরীক্ষাকেন্দ্রে ঢুকে সিটে বসেও যায়। পরীক্ষা শুরু হয়ে যায়। এবার শিক্ষক অ্যাডমিট কার্ড দেখতে চান। যে অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে দেখায়, তাতে রোল নম্বরে কালি দেওয়া ছিল। ফলে অ্যাডমিট  কার্ড চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরীক্ষকের। বাকি পরীক্ষরদেরও ডেকে আনেন। গোটা বিষয়টি খতিয়ে দেখেন তাঁরা। এরপর স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রের স্কুল অমরেন্দ্র বিদ্যাপীঠে খবর দেয়। পর্ষদের দায়িত্বে থাকা আধিকারিকদেরও জানানো হয়। ভদ্রকালী স্কুলে গিয়ে তাঁরা ছাত্রের সঙ্গে কথা বলেন। অ্যাডমিট কার্ড পরীক্ষা করে দেখেন। তখনই পর্দাফাঁস।

ওই ছাত্র নিজেই স্বীকার করে নেয়, আসলে টেস্ট পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারেনি সে। বন্ধুর অ্যাডমিট কার্ড ফটো কপি করে পরীক্ষা দিতে চলে আসে। যাতে ধরা না পড়ে, তাই পেনের কালি ফেলে দেয় রোল নম্বরের ওপর। পরে  ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

অমরেন্দ্র বিদ্যাপিঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় বলেন,  “ওই ছাত্র স্কুলে অনিয়মিত ছিল। অ্যাডমিট কার্ড আসেনি। স্বাভাবিকভাবেই ওর পরীক্ষা দেওয়ার কথা না। পরীক্ষা দিতে দেওয়া হয়নি।”

হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ বলেন, “ওই ছাত্র টেস্টে পাস করেনি।পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।”

Next Article