Crime Case: গলায় বিয়ারের বোতল ভেঙে ঢুকিয়ে দেয় ওরা! মায়ের সামনেই ‘খুন’ ছেলে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 08, 2023 | 9:47 AM

Crime Case: পুলিশকে অভিযোগে জানানো হয়েছে, মা এগিয়ে গেলে তাঁকেও ধাক্কা মেরে সরিয়ে দেন অভিযুক্তরা। কার্যত রক্তাক্ত অবস্থা হয় কৃষ্ণেন্দুর।

Crime Case: গলায় বিয়ারের বোতল ভেঙে ঢুকিয়ে দেয় ওরা! মায়ের সামনেই খুন ছেলে
প্রতিবেশীদের হাতে খুন!

Follow Us

চণ্ডীতলা: মায়ের সামনেই ছেলেকে পিটিয়ে খুন করল প্রতিবেশী। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়াল হুগলির চণ্ডীতলার জনাইতে। মৃতের নাম কৃষ্ণেন্দু দাস (৩২)। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে,পলাতক দুজন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে চণ্ডীতলার জনাই স্টেশন সংলগ্ন মধ্যপাড়া এলাকায় দোলের দিন দুপুরে প্রতিবেশী রুনু সিং-এর সঙ্গে বচসা শুরু হয় কৃষ্ণেন্দু দাসের। বাড়ি তথা সম্পত্তি নিয়ে দুই পরিবাররে বিবাদ দীর্ঘদিনের বলেই জানা গিয়েছে। অভিযোগ, এদিন মদ্যপ অবস্থায় রুনু ও তাঁর দুই ছেলে বুদো আর বাবু কৃষ্ণেন্দুর ওপর চড়াও হন। কৃষ্ণেন্দুর পরিবারের দাবি উঠোনে ফেলে লাথি, ঘুষি মারা হয় তাঁকে। এমনকী লাঠি দিয়েও মারা হয় বলে জানানো হয়েছে পুলিশকে। তাঁর মা যূথিকা দেবী জানিয়েছেন ছেলেকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন তিনি। ছেলের মাথায় বিয়ারের বোতল ভেঙে মারা হয়েছে বলেও অভিযোগ।

পুলিশকে অভিযোগে জানানো হয়েছে, মা এগিয়ে গেলে তাঁকেও ধাক্কা মেরে সরিয়ে দেন অভিযুক্তরা। কার্যত রক্তাক্ত অবস্থা হয় কৃষ্ণেন্দুর। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ওই যুবককে। পরিবারের দাবি, বিয়ারের বোতল দিয়ে গলায় মারা হয়েছিল। চারপাশে ছড়িয়ে ছিল কাচ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

চণ্ডীতলা থানায় মঙ্গলবারই কৃষ্ণেন্দুর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ রুনু সিং-কে গ্রেফতার করে। তাঁর দুই ছেলে ঘটনার পর থেকেই পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Next Article