Hooghly: দলে দলে বাড়ি ছাড়ছে ভাড়াটিয়া, উঠল বড় অভিযোগ

Hooghly: বিজেপি নেতা গণেশ চক্রবর্তীর অভিযোগ, ওই বাড়িটিতে বাংলাদেশিরা বসবাস করত। এসআইআর আবহে এলাকা ছেড়ে চলে যায় বেশ কিছু মানুষ, যারা ভাঙারি বা ফেরিওয়ালার কাজ করতেন এলাকায়। সব অভিযোগ অস্বীকার করেছেন বাড়ির মালিক।

Hooghly: দলে দলে বাড়ি ছাড়ছে ভাড়াটিয়া, উঠল বড় অভিযোগ
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 30, 2025 | 8:37 PM

তারকেশ্বর: এসআইআর শুরু হতেই উধাও ভাড়াটিয়া। একজন-দুজন নয়, একটি ভাড়া বাড়ি থেকে উধাও প্রায় ৫০-৬০ জন ভাড়াটিয়া। প্রায় দু’মাস হয়ে গেলেও কারও খোঁজ মিলছে না বলে অভিযোগ। সম্প্রতি তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকার একটি বাড়ি ও এলাকার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি প্রকাশ হয়। তারপর এসআইআর আবহে হু হু করে ছড়িয়ে পড়ে সেটি। ভাইরাল করেন। বিজেপি নেতা গণেশ চক্রবর্তীর অভিযোগ, ওই বাড়িটিতে বাংলাদেশিরা বসবাস করত। এসআইআর আবহে এলাকা ছেড়ে চলে যায় বেশ কিছু মানুষ, যারা ভাঙারি বা ফেরিওয়ালার কাজ করতেন এলাকায়।

অন্যদিকে স্থানীয় আইএসএফ নেতা বাবু মিদ্দা বলেন, “ঘটনা সত্যি হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু মিথ্যে হলে বিজেপিকে জবাব দিতে হবে।” পাশাপাশি শাসক দলকেও নিশানা করেন তিনি। যদিও স্থানীয় তৃণমূল নেতা তথা চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লাল্টু চট্টোপাধ্যায় বলেন, বিজেপির কাজ মিথ্যে অপপ্রচার করা। দলীয়ভাবে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, বাড়ির মালিক শেখ জহিরের দাবি তাঁর বাড়ি এক বছর ধরে ফাঁকা অবস্থায় পড়ে আছে। কোনও বাংলাদেশিকে ভাড়া দেওয়া হয়নি। মিথ্যে অপপ্রচার করে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে একটি রাজনৈতিক দল।