Jagadhatri Puja: শাড়ি পরে মাথায় সিঁদুর দিয়ে পুরুষরাই বরণ করেন জগদ্ধাত্রীকে, কেন এই আজব রীতি ভদ্রেশ্বরে?

Jagadhatri Puja 2025: তবে বরণের পুরো প্রক্রিয়াই চলত মহিলাবেশে। পুরুষরাই মহিলাদের মতো সেজে প্রতিমাকে বরণ করতেন। আর সেই থেকে এই প্রথাই চলে আসছে তেঁতুলতলার পুজোয়। শাড়ি পরে মাথায় সিঁদুর দিয়ে স্ত্রী সেজে মহিলাবেশে বরণ-ডালা হাতে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা।

Jagadhatri Puja: শাড়ি পরে মাথায় সিঁদুর দিয়ে পুরুষরাই বরণ করেন জগদ্ধাত্রীকে, কেন এই আজব রীতি ভদ্রেশ্বরে?
কেন এই রীতি? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 01, 2025 | 8:23 PM

ভদ্রেশ্বর: দুর্গাপুজো, কালীপুজো শেষ হতে না হতেই জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছিল বাংলা। আলোয় ভেসেছে চন্দননগর। যদিও এখন বিদায়বেলায় মুখভার চুঁচুড়া, চন্দনগর, ভদ্রেশ্বর-সহ আশপাশের বাসিন্দাদের। এই ভদ্রেশ্বরেই রয়েছে তেঁতুলতলা বারোয়ারি। সেখানেই রয়েছে এক আজব রীতি। মাথায় ঘোমটা দিয়ে মহিলা সেজে প্রতিমাকে বরণ করতে দেখা গেল পুরুষদের। বহুকাল থেকেই প্রাচীন এই প্রথা চলে আসছে ভদ্রেশ্বরের তেঁতুলতলায়। কিন্তু কোন কারণ রয়েছে এই রীতির পিছনে? 

শোনা যায়, ইংরেজ ছাউনি ছিল ভদ্রেশ্বরের গৌরহাটি এলাকায়। ব্রিটিশ শাসনকালের ওই সময় গোটা অঞ্চল জঙ্গলে ভরা ছিল। সর্বত্রই দেখা যেত গোরা সৈনিকদের। তাঁদের অত্যাচারে ভয়ে তটস্থ হয়ে থাকত এলাকার বাসিন্দারা। তীব্র ভয়ে থাকতে হত এলাকার মহিলাদের। খুব প্রয়োজন হলেও বাড়ি থেকে বের হওয়ায় ছিল রীতিমতো দায়। তাই সিংহভাগ সময় তাঁদের থাকতে হত বাড়ির অন্দরমহলেই। কিন্তু জগদ্ধাত্রী পুজো হতো সেই সময়েও। কিন্তু পুজোর যাবতীয় আচার-অনুষ্ঠান সামাল দিতেন পুরুষরাই। ঠাকুর বরণের সময়েও একই ছবিই দেখা যেত। 

তবে বরণের পুরো প্রক্রিয়াই চলত মহিলাবেশে। পুরুষরাই মহিলাদের মতো সেজে প্রতিমাকে বরণ করতেন। আর সেই থেকে এই প্রথাই চলে আসছে তেঁতুলতলার পুজোয়। শাড়ি পরে মাথায় সিঁদুর দিয়ে স্ত্রী সেজে মহিলাবেশে বরণ-ডালা হাতে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা। তারপরই রীতি মেনে বের হয় জগদ্ধাত্রীর শোভাযাত্রা। 

এও শোনা যায়, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বাস করতেন। তিনি রাজার অনুমতিতে দুই বিধবা কন্যাদের ইচ্ছায় নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর শুরু করেন। সেই পুজোই পরবর্তীতে চলে আসে তেঁতুলতলায়। নাম হয় তেঁতুলতলা বারোয়ারি। ২৩৩ বছর ধরে পুজো চললেও সেই পুরনো রীতির আজও বিশেষ পরিবর্তন হয়নি। তবে শুধু এখানে নয়, পুরুষদের বরণ করতে দেখা যায় চন্দননগরের তেমাথা রানি মায়ের পুজোতেও।