Hooghly: হাইকোর্টের নির্দেশ, কাকলির ফ্ল্যাট ভেঙে দিল পুরসভা

Hooghly: সেই রায়কে চ্যালেঞ্জ করে কাকলি যান কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তবে ডিভিশান বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে। এরপর মঙ্গলবার উত্তরপাড়া পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ররা পুলিশ এবং শ্রমিকদের নিয়ে গিয়ে বিল্ডিংয়ের ওই নির্দিষ্ট অবৈধ অংশ ভেঙে ফেলে।

Hooghly: হাইকোর্টের নির্দেশ, কাকলির ফ্ল্যাট ভেঙে দিল পুরসভা
বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 06, 2025 | 10:34 PM

হুগলি: গজিয়ে উঠেছিল বেআইনি নির্মাণ। তা নিয়ে ক্ষোভ ছিল সাধারণ মানুষের মধ্যে। এই নিয়ে মামলাও হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার তা ভেঙে দিল উত্তরপাড়া কোতরং পুরসভা।

উত্তরপাড়া পুরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ড শিবতলা স্ট্রিট ভিন্টেজ টু টাওয়ার আবাসনের ছ তলায় একটি অবৈধ ফ্ল্যাট নির্মাণ করে বিক্রি করে দেয় প্রোমোটার। ফ্ল্যাটটি ক্রয় করেন কাকলি সেনগুপ্ত নামে এক মহিলা। পরবর্তী সময়ে আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গে কাকলি সেনগুপ্তর একটি মামলা হয়। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি পার্থসারথি সেনগুপ্ত রায় দেন, ছয় তলার ওই ফ্ল্যাটটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তাই পুরসভাকে তা ভেঙে দিতে হবে।

সেই রায়কে চ্যালেঞ্জ করে কাকলি যান কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তবে ডিভিশান বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে। এরপর মঙ্গলবার উত্তরপাড়া পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ররা পুলিশ এবং শ্রমিকদের নিয়ে গিয়ে বিল্ডিংয়ের ওই নির্দিষ্ট অবৈধ অংশ ভেঙে ফেলে। পুরসভার এদিনের ভূমিকায় সন্তুষ্ট ফ্ল্যাটের অন্য আবাসিকরা।

ওই আবাসনে থাকা একজন ব্যবসায়ী হেমন্ত ঘোষ জানান, “বিভিন্ন আবাসনেই এই ধরনের অবৈধ নির্মাণ আছে। পুরসভার উচিত যখন অবৈধ নির্মাণ তৈরি হয় সেই সময়েতেই সেই অবৈধ নির্মাণ বন্ধ করে দাও।” যদিও অবৈধ ফ্ল্যাটটি ভাঙার সময় ফ্ল্যাটের বাসিন্দা কাকলি সেনগুপ্ত আবাসনে উপস্থিত ছিলেন না। আবাসনের অন্যান্য বাসিন্দারা জানান, তিনি বেশ কয়েকদিন আগেই ওই ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে গেছেন।

এই বিষয়ে উত্তরপাড়ার পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব জানিয়েছেন, পুরসভা বিভিন্ন সময় অবৈধ নির্মাণের বিরুদ্ধে মানুষের অভিযোগের ভিত্তিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করে।