Muslims join BJP: দলে দলে সংখ্যালঘুরা যোগ দিচ্ছেন বিজেপিতে, ভোটের আগে বড় চমক আরামবাগে

Tanmoy Bairagi | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 02, 2024 | 12:59 PM

Muslims join BJP: সূত্রের খবর, সেই কারণেই একের পর এক কর্মসূচি রাখা হচ্ছে বিজেপির তরফে। ফেব্রুয়ারি মাসেই আরামবাগ লোকসভার খানাকুল আর তারকেশ্বর বিধানসভা এলাকায় দুদিন পৃথক ভাবে দুটি জনসংযোগ কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। 

Muslims join BJP: দলে দলে সংখ্যালঘুরা যোগ দিচ্ছেন বিজেপিতে, ভোটের আগে বড় চমক আরামবাগে
বিজেপিতে যোগ সংখ্যালঘুদের
Image Credit source: TV9 Bangla

Follow Us

আরামবাগ: লোকসভা নির্বাচনের আগে ফের সংখ্যালঘু সম্প্রদায়ের বহু পরিবার যোগ দিল বিজেপিতে। বৃহস্পতিবার হরিপাল এলাকার বেশ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হন ও বিজেপির পতাকা হাতে তুলে নেন। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন তাঁরা। বিমান ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা হেমন্ত বাগ, রাজু রানা ও অন্যান্য বিজেপি নেতৃত্ব। কিছুদিন আগেই গোঘাটের একাধিক সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের হাত ধরে। এবার সেই সংখ্যাটা বাড়ল আরও।

দিন কয়েক আরামবাগ লোকসভার হরিপালে সভায় গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সভায় প্রবীণ এক মুসলিমকে মঞ্চে পাশে বসিয়ে ছিলেন তিনি। তাঁর সঙ্গে কথাও বলতে দেখা যায় শুভেন্দুকে। আরামবাগ আসনে এবার জয়ের বিপুল সম্ভাবনা দেখছে পদ্ম শিবির। সূত্রের খবর, সেই কারণেই একের পর এক কর্মসূচি রাখা হচ্ছে বিজেপির তরফে। ফেব্রুয়ারি মাসেই আরামবাগ লোকসভার খানাকুল আর তারকেশ্বর বিধানসভা এলাকায় দুদিন পৃথক ভাবে দুটি জনসংযোগ কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার বিজেপিতে যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা বলেন, বিজেপির অনেক সম্ভাবনা আছে। নরেন্দ্র মোদী দেশের জন্য খুব ভাল কাজ করছেন, সেই কারণেই এই দলকে বেছে নিয়েছি আমরা। জানা গিয়েছে, সংখ্য়ালঘু সম্প্রদায়ের এই সদস্যরা এর আগে কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। বিজেপিতে যোগ দিয়েই রাজনৈতিক জীবন শুরু করলেন তাঁরা। জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ জানিয়েছেন, কয়েকজন যোগ দিয়েছেন ঠিকই, তবে তাঁদের সঙ্গে রয়েছে কয়েক শ মানুষের সমর্থন।

Next Article