Police: এবার বাড়ি বসেই GD, আর ছুটতে হবে না থানায়, কীভাবে জানাবেন অভিযোগ?

Sanath Majhi | Edited By: জয়দীপ দাস

Jul 05, 2024 | 3:53 PM

Police: সোজা কথায়, জেনারেল ডায়েরি বা GDE নম্বর পাওয়ার জন্য স্বশরীরে আর থানায় আসার কোনও প্রয়োজন পড়বে না বলেই জানাচ্ছেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন। পুলিশের এই উদ্যোগকে সাধাবুদ জানাচ্ছে নাগরিক সমাজ।

Police: এবার বাড়ি বসেই GD, আর ছুটতে হবে না থানায়, কীভাবে জানাবেন অভিযোগ?
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

হুগলি: থানায় নয়, বাড়িতে বসেই করা যাবে জেনারেল ডায়েরি। বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। আম-আদমির সুবিধার্থে e-GDE পরিষেবা চালু করতে চলেছে হুগলি গ্রামীন পুলিশ। কমিশনারেটের পর জেলায় এই প্রথম কোনও গ্রামীন পুলিশের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হচ্ছে। আগামী ৭ জুলাই থেকে এই পরিষেবা চালু হচ্ছে হুগলি গ্রামীন পুলিশের অধীনে থাকা প্রতিটা থানায়। অনলাইনে অভিযোগ জানানোর পর সেখানেই জিডি-র এন্ট্রি নম্বর জানতে পারবেন অভিযোগকারী। মেডিক্লেFম থেকে মিউটেশন, একাধিক অভিযোগে জিডি এবার অনলাইনেই। 

সোজা কথায়, জেনারেল ডায়েরি বা GDE নম্বর পাওয়ার জন্য স্বশরীরে আর থানায় আসার কোনও প্রয়োজন পড়বে না বলেই জানাচ্ছেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন। আধার কার্ড থেকে ভোটার কার্ড, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে মোবাইল, ল্যাপটপ হারিয়ে প্রায়শই থানার দ্বারস্থ হতে হয় বহু মানুষকে। থানায় গিয়ে করাতে হয় জিডি। এবার তা থেকেই মিলবে মুক্তি। বাড়ি বসেই হয়ে যাবে কাজ। 

কোন কোন ক্ষেত্রে জানানো যাবে অভিযোগ? 

আধারকার্ড, ATM কার্ড, ব্যাঙ্কের পাস বই, জন্ম-সার্টিফিকেট, বাসের পাস, মৃত্যু-সার্টিফিকেট, ডঙ্গল, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত-শংসাপত্র, বিদ্যুৎ বিল, ব্যাঙ্ক লকারের চাবি, কেডিপি/ এনএসসি, ল্যাপটপ, এলআইসি পলিসি, মেডিক্লেইম, মোবাইল ফোন, মিউটেশন সার্টিফিকেট, গাড়ির নম্বরপ্লেট, অফিস আইডি কার্ড, প্যান কার্ড, জমির পরচা, পাসপোর্ট, রেলের পাস, রেশন কার্ড, শেয়ারের সার্টিফিকেট, সিমকার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, ট্যাবলেট, ট্যাক্সের রসিদ ভোটার আইডি কার্ড সংক্রান্ত ইস্যুতে জেনারেল ডায়েরি করা যাবে অনলাইনে। 

কোন প্রক্রিয়ায় হবে জিডি? 

e-GDE করার জন্য করার জন্য একটি ওয়েব সাইটের কথা বলছেন হুগলির পুলিশ। http://egd.hooghlyruralpd.in/ যেতে হবে এই সাইটে। এ ছাড়াও hooghlyrurslpolice.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে একবারই রেজিস্ট্রেশন করার পর জেনারেল ডায়েরি করতে পারা যাবে। 

Next Article