Hooghly: ডাক্তার বলছে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা! ১২ বছরের মেয়েটা মুখ খুলতেই গ্রেফতার পাড়ার দাদু

Hooghly: পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই ১২ বছরের ওই নাবালিকাকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন করছিলেন ওই প্রৌঢ়। এরইমধ্য়ে কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। তারপরই নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে।

Hooghly: ডাক্তার বলছে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা! ১২ বছরের মেয়েটা মুখ খুলতেই গ্রেফতার পাড়ার দাদু
এলাকায় চাপা উত্তেজনাImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 03, 2025 | 4:34 PM

চন্ডীতলা: ১২ বছরের নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ। শেষ পর্যন্ত ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সামনে আসে ঘটনা। এ নিয়ে ব্যাপক উত্তেজনা হুগলির চন্ডীতলায়। ইতিমধ্যেই চন্ডীতলা থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। তারপরই অ্যাকশন নেয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক প্রতিবেশী প্রৌঢ়কে। তাঁর বিরুদ্ধেই এই অপকর্মের অভিযোগ উঠেছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই ১২ বছরের ওই নাবালিকাকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন করছিলেন ওই প্রৌঢ়। এরইমধ্য়ে কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবারের সদস্যরা। কিন্তু সেখানে ডাক্তারের কথা শুবে চোখ কপালে উঠে যায় তাঁদের। ডাক্তার জানান ওই নাবালিকা বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এরপরই পরিবারের সদস্যদের কাছে সবটা খুলে বলে ওই নাবালিকা। 

মেয়ের মুখে সবটা শুনে আর পুলিশে অভিযোগ জানাতে কালবিলম্ব করেননি নির্যাতিতার পরিবারের সদস্যরা। অভিযোগ পেতেই অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। গ্রেফতার করা হয় কিছু সময়ের মধ্যে। এদিন ওই প্রৌঢ়কে তোলা হচ্ছে শ্রীরামপুর আদালতে।