
হুগলি: রাস্তায় যানজটে আটকে কলেজে যেতে দেরি হচ্ছিল। এক পশু চিকিৎসককে পেটালেন এক কলেজ ছাত্র। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ জনতা তেড়ে যায় ছাত্রের দিকে। পরবর্তীতে তাঁদের হাত থেকে বাঁচাতে ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে গেল পুলিশ। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ চুঁচুড়া বালির মোড়ে যানজটের সৃষ্টি হয়।
হুগলি মহসীন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্চিস্মান মোদক। তিনি এ দিন বাঁশবেড়িয়া থেকে চুঁচুড়ায় কলেজে যাচ্ছিলেন বাইক চালিয়ে। পশু চিকিৎসক বিপ্লব দাস নিজের চারচাকা গাড়ি চালিয়ে চুঁচুড়ার দিকেই যাচ্ছিলেন তাঁর চেম্বারে। সেই সময় যানজটে আটকে ওই ছাত্র চিকিৎসককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। চিকিৎসক তার প্রতিবাদ করায় তাঁকে মারধর করেন। ওই ছাত্র এমনই অভিযোগ।একজন বয়স্ক মানুষকে এভাবে মারতে দেখে ঘটনাস্থলে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ওঠে।ছাত্রকে মারতে উদ্যত হয়। চুঁচুড়া থানার টহলদারী গাড়ি সেখানে পৌঁছে ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পশু চিকিৎসক জানান, “ডন বস্কো স্কুলের কাছ থেকে জ্যাম ছিল। বাইক আরোহি যুবক রাস্তা দিয়ে যেতে না পেরে গালিগালাজ করে। আমি তাঁকে বারণ করি। এরপরই আমাকে মারল। কানে শোনার যন্ত্র ছিল, চশমা সব খুলে পরে যায়। নাক ফেটে যায় আমার। আমি জায়গা পেলে তবে তো পাশ দেব। সেটাই শুনল না।” বর্তমানে চিকিৎসক চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে ছাত্রকে গ্রেফতার করে পুলিশ।