Hooghly: ‘বাড়ির সামনে কেন নোংরা করছিস?’,বলেই মা-ছেলেকে গুলি চালাল প্রতিবেশী

Hooghly: জানা গিয়েছে, রবিবার দুপুরে সাহাগঞ্জ ঝাঁপ পুকুর এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তার হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে ধুচ্ছিলেন। তাতেই পুকুরের পাড় নোংরা হচ্ছে বলে দাবি করে এগিয়ে আসেন প্রতিবেশী সুনীল দেবনাথ।

Hooghly: 'বাড়ির সামনে কেন নোংরা করছিস?',বলেই মা-ছেলেকে গুলি চালাল প্রতিবেশী
ডানদিকে ছবিতে থাকা প্রৌঢ় গুলি চালিয়েছে বলে অভিযোগImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2025 | 8:16 PM

চুঁচুড়া: হাঁসের জন্য পুকুর থেকে তুলছিলেন গুগলি। এই নিয়েই শুরু হয়েছিল প্রতিবেশীর সঙ্গে বচসা। তবে সেই বচসা যে এতদূর যেতে পারে তা হয়ত কল্পনাও করতে পারেনি কেউ। বাড়ির সামনে কেন নোংরা হচ্ছে? এই প্রশ্ন তুলে মা-ছেলেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল প্রৌঢ়ের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় আহত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হুগলির চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ঘটনার তদন্তে চন্দননগর পুলিশের গোয়েন্দারা।

জানা গিয়েছে, রবিবার দুপুরে সাহাগঞ্জ ঝাঁপ পুকুর এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তার হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে ধুচ্ছিলেন। তাতেই পুকুরের পাড় নোংরা হচ্ছে বলে দাবি করে এগিয়ে আসেন প্রতিবেশী সুনীল দেবনাথ। অভিযোগ, গালিগালাজ শুরু করেন তিনি। তবে সুরজিৎ ওই জায়গা ধুয়ে দেবে বললেও শোনেন না সুনীলবাবু। এরপরেই সুরজিতকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ। এরপর পুকুর থেকে উঠতেই অভিযোগ কাটারি নিয়ে তাড়া করেন সুনীল। সুরজিতের মা শুভদ্রা বসু ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। আহতের অভিযোগ, সেই সময় সুনীল ঘরে গিয়ে তার দোনলা বন্দুক বের করে আনেন। গুলি চালিয়ে দেন। এতেই গুরুতর জখম হন মা-ছেলে। সুরজিৎ বলেন, “বলছে বাড়ির সামনে কেন নোংরা করছিস? ওর ছেলেও আমায় ধাক্কা দিয়েছে। আর উনি আমায় ও আমার মাকে গুলি করেছে।”

এরপরে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দু’জনকে সেখান থেকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।বন্দুক বাজেয়াপ্ত করেছে।