Hooghly: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, চ্যালা কাঠ দিয়ে অভিযুক্তকে বেদম মার

Hooghly: নির্যাতিতার পরিবারের দাবি, অনেকক্ষণ ধরেই তাঁরা মেয়েকে খুঁজছিলেন কিন্তু কোনও খোঁজ পাচ্ছিলেন না। এরপর নাবালিকার বোন ঠাকুমাকে জানান দিদির খোঁজ পাওয়া গিয়েছে।

Hooghly: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, চ্যালা কাঠ দিয়ে অভিযুক্তকে বেদম মার
হুগলিতে নাবালিকা নির্যাতনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 27, 2025 | 2:31 PM

চুঁচুড়া: ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ। নাবালিকাকে নির্যাতনের অভিযোগ পেতেই অভিযুক্ত যুবককে চ্যালা কাঠ বেঁধে মারধর। ঘটনাটি ঘটেছে হুগলিতে।

নির্যাতিতার পরিবারের দাবি, অনেকক্ষণ ধরেই তাঁরা মেয়েকে খুঁজছিলেন কিন্তু কোনও খোঁজ পাচ্ছিলেন না। এরপর নাবালিকার বোন ঠাকুমাকে জানান দিদির খোঁজ পাওয়া গিয়েছে। পরিবারের দাবি, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ অভিযুক্ত যুবক নির্যাতিতাকে খারাপ উদ্দেশ্যে ঝোপের মধ্যে নিয়ে যায়। এরপর যৌন নির্যাতন করে বলে অভিযোগ। পরে বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তকে একটি গ্যারাজে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা। চ্যালা কাঠ দিয়ে মারধর করেন এলাকাবাসী।

খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে। নির্যাতিতাকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক চিকিৎসা করাতে। এলাকার বাসিন্দাদের দাবি, অভিযুক্ত যুবক শনিবার রাতে নেশা করেছিল। সেই নেশা সকালেও কাটেনি। তবে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা বলেন, “মদ-গাঁজা খায়। পাড়ায় অনেকের বাড়িতে যাতায়াতও করে অভিযুক্ত। তবে এই ধরনের অভিযোগ আগে শোনা যায়নি।” গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। অভিযুক্ত যুবক বলেন, “আমি নেশা করেছিলাম। আমি কিছু করিনি। বাচ্চাটাকে তো সবাই ভালবাসে। ওর বাবা বাচ্চাটাকে খুঁজছিল। আমি কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম। হঠাৎ দেখি আমায় ধরে মারধর করছে।”