Hooghly: ৫০-১০০ টাকার জিনিস কিনে ধরাচ্ছিলেন ৫০০-র নোট, সন্দেহ হতেই ফাঁস বড় রহস্য

Hooghly: বাজারের ব্যবসায়ীরা জানান, রবিবারের বাজারে তখন ভালই ভিড়। দু'জন ক্রেতা মাছ-সবজির দোকানে যাচ্ছে আর পাঁচশ টাকার নোট দিয়ে পঞ্চাশ একশো টাকার বাজার করছে। এরই মধ্যে এক ব্যবসায়ীর সন্দেহ হয় নোট দেখে।

Hooghly: ৫০-১০০ টাকার জিনিস কিনে ধরাচ্ছিলেন ৫০০-র নোট, সন্দেহ হতেই ফাঁস বড় রহস্য
বাজারে কী হচ্ছে এইসব?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 09, 2025 | 6:43 PM

হুগলি: বাজারে মাছ-সবজি কিনে পাঁচশো টাকার নোট ধরানোয় সন্দেহ। আসল নোটের সঙ্গে মেলাতেই ধরা পড়ল জাল নোট। ঘটনায় আটক এক যুবক। উত্তরপাড়ার কোতরং ২ নম্বর বাজারের ঘটনা।

বাজারের ব্যবসায়ীরা জানান, রবিবারের বাজারে তখন ভালই ভিড়। দু’জন ক্রেতা মাছ-সবজির দোকানে যাচ্ছে আর পাঁচশ টাকার নোট দিয়ে পঞ্চাশ একশো টাকার বাজার করছে। এরই মধ্যে এক ব্যবসায়ীর সন্দেহ হয় নোট দেখে। আসল পাঁচশ টাকার নোটের সঙ্গে মিলিয়ে দেখতেই নকল নোট ধরা পরে। একজন সরে পড়লেও আরেকজনকে ধরে ফেলেন বাজারের ব্যবসায়ীরা। উত্তরপাড়া থানার পুলিশ ডেকে ধরিয়ে দেন।

স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাস বলেন, “দু’জন অজ্ঞাত পরিচয় যুবক বাজারে ঘুরছিল। এদের আগে বাজারে দেখা যায়নি। তারা দোকানে যাচ্ছে অল্প টাকার জিনিস কিনে পাঁচশ টাকার নোট ধরাচ্ছে। এক দোকানদার যখন ভাল করে দেখে বুঝতে পারে জাল টাকা। সাধারণ মানুষ ধরে আমাকে ডাকে। আমি পুলিশকে খবর দিই। পুলিশ ধরে নিয়ে যায়।”

এক ব্যবসায়ী বলেন, “আমাদের গরীব বাজার। বেলা পর্যন্ত বেচা-কেনা হয়। পঞ্চাশ-একশো টাকার নোটে ব্যবসা চলে। সেখানে পাঁচশ টাকার নোট দিচ্ছে দেখে সন্দেহ হয়। ধরে জিজ্ঞাসা করলে বলে কেষ্টপুরে বাড়ি।সাতটা জাল নোট দেখেছি। আর কত টাকা আছে কে জানে।”