Fake Passport: এটা কী! পাসপোর্ট বানাতে আসা মুস্তাকের দেওয়া তথ্য দেখে মাথায় হাত

Passport News: চুঁচুড়া থানার পুলিশ গিয়ে মহঃ মুস্তাককে গ্রেফতার করে। আজ ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করেছে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিশ। যুবক নিজের পাসপোর্ট করতে জাল জন্মের শংসাপত্র কোথা থেকে পেল, আরও কেউ জাল শংসাপত্র ব্যবহার করে পাসপোর্ট তৈরি করছে কি না তা দেখার পাশাপাশি।

Fake Passport: এটা কী! পাসপোর্ট বানাতে আসা মুস্তাকের দেওয়া তথ্য দেখে মাথায় হাত
মহম্মদ মুস্তাকImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 26, 2025 | 9:47 PM

বাঁশবেড়িয়া: এসেছিলেন পাসপোর্ট বানাতে। সেই মতো যাবতীয় নথিও এনেছিলেন। কিন্তু সেই নথি দেখেই মাথায় হাত। জাল জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা করছিলেন ওই যুবক। তারপরই ধরা পড়ল পুলিশের জালে। ধৃতের নাম মহম্মদ মুস্তাক। তাঁর বাড়ি বাঁশবেড়িয়া ইসলামপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,পাসপোর্ট তৈরির জন্য শুক্রবার চুঁচুড়া পাসপোর্ট সেবা কেন্দ্রে যান ওই যুবক। ডকুমেন্ট ভেরিফিকেশান করার সময় জন্ম শংসাপত্র দেয়।পাসপোর্ট অফিসের কর্মীদের সেই শংসাপত্র দেখে সন্দেহ হয়। তারপর তারা বুঝতে পারে জাল শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরি করতে এসেছে ওই যুবক। এরপরই পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে চুঁচুড়া থানায় খবর দেওয়া হয়।

চুঁচুড়া থানার পুলিশ গিয়ে মহঃ মুস্তাককে গ্রেফতার করে। আজ ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করেছে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিশ। যুবক নিজের পাসপোর্ট করতে জাল জন্মের শংসাপত্র কোথা থেকে পেল, আরও কেউ জাল শংসাপত্র ব্যবহার করে পাসপোর্ট তৈরি করছে কি না তা দেখার পাশাপাশি। সম্প্রতিক, সময়ে পাসপোর্ট জালিয়াতি চক্রে কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখবে বলে জানা গেছে।

২০২৪ সালের শেষদিকে ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির ঘটনা প্রথম সামনে আসে। এরপর তদন্ত শুরু করে পুলিশ। ধীরে-ধীরে জানা যায় এই পাসপোর্ট চক্রের বিষয়ে। তারপর একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই সংক্রান্ত নথি উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। মামলায় পুলিশ দশজনকে গ্রেফতার করেছে। যাদের মধ্যে একজন প্রাক্তন পুলিশকর্মীও রয়েছেন। একই সঙ্গে রয়েছেন ডাক বিভাগেরও দুজন কর্মী। পরবর্তীতে জানা যায়, এই চক্র গোটা রাজ্যে রয়েছে।