
রাজারহাট: রাজ্যে ফের মৃত্যু। এবার এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ পোলবার রাজহাটে।
মৃতের নাম শেখ ইসমাইল (৭০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজহাট হোসনাবাদের বাসিন্দা শেখ ইসমাইল এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন। আগামী ৩০ জানুয়ারী ছিল তার শুনানি। তার পরিবারের অন্যদেরও শুনানিতে ডাকা হয়েছিল। শুনানি কেন্দ্রে বৃদ্ধ গিয়েছিলেন তাঁদের সঙ্গে। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
জানা গিয়েছে, মঙ্গলবার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ওই বৃদ্ধ। তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সেখান থেকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই গতকাল তার মৃত্যু হয়েছে। পরিবার ও প্রতিবেশিদের অভিযোগ এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বৃদ্ধের।
স্থানীদের অভিযোগ চুঁচুড়া বিধানসভার ২৫ নম্বর বুথ হোসনাবাদের ভোটার ছিলেন বৃদ্ধ। ওই এলাকার কয়েকশো মানুষের নামে ফর্ম সেভেন জমা পড়েছে। নাম বাদ যাওয়ার ভয়ে এলাকার সংখ্যালঘু মানুষরা বিডিও অফিসে বিক্ষোভ করেছেন। সেই আন্দোলনেও ছিলেন ইসমাইলও।
হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের বলেন, “মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে। তাই শেখ ইসমাইলের মত মানুষদের মৃত্যু হচ্ছে। এর আগেও একাধিক মানুষের মৃত্যু হয়েছে এভাবেই। শুনানিতে ডেকেছিল বৃদ্ধ মানুষটিকে। তার নামে ফর্ম সেভেন জমা পড়েছিল বলে জানতে পেরে আরও আতঙ্কে পড়ে যান তিনি। জীবিত মানুষকে মৃত বানিয়ে চেষ্টা চালাচ্ছে বিজেপি। এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই।”